সকালে স্ত্রীর সঙ্গে তর্ক না করাই ভাল ‘বৃশ্চিক’ জাতকদের, ‘মকর’-দের প্রেমে সাফল্যের সম্ভাবনা-- আপনার রাশি কী বলছে? জেনে নিন দৈনিক রাশিফল
আজ ব্যবসায় পরিশ্রম বৃদ্ধি পেলেও লাভ ভাল হবে না। অনেক দিনের পুরনো ক্ষতের ব্যথা বাড়তে পারে। গুরুজনদের থেকে সাহায্য পাবেন। নতুন বন্ধু প্রাপ্তি হতে পারে। নিজের বুদ্ধিতে শত্রুকে জয় করতে সক্ষম হবেন। আজ কোনও কিছুর জন্য সারা দিন ভয় কাজ করবে। সন্তানদের থেকে কিছু উপকার পাবেন। সংসারে ভুল বোঝাবুঝি হতে পারে। পূজাপাঠের জন্য বাড়তি খরচ হতে পারে। যে কোনও কারণে মিথ্যা বদনাম আসতে পারে।
ব্যবসা মধ্যম প্রকার যাবে। আজ আয়ের পরিমাণ ভাল থাকলেও সার্বিক অর্থসঙ্কট আপনাকে তাড়িয়ে বেরাবে। কর্মক্ষেত্রে সুবিবেচক ব্যক্তি হিসাবে উন্নতির যোগ আছে। নিদ্রাহীনতার জন্য শারীরিক দুর্বলতা থাকবে। পরিবারে সম্মান বাড়বে। ভাল কাজের জন্য প্রচুর সমবেদনা পাওয়ার আশা রাখতে পারেন। আর্থিক অবস্থা ভালই যাবে। বিদ্যার্থীদের জন্য সামনের সময়টা খুব একটা ভাল নয়। আপনার দ্বারা কর্মস্থানে কোনও বাজে কাজ হতে পারে।
কর্মচারীর বুদ্ধিতে ব্যবসায় প্রচুর উন্নতি। কোনও বিষয়ে মনের উপর চাপ থাকবে। প্রেমে সাফল্য লক্ষ্য করা যাচ্ছে। পৈতৃক সম্পত্তি নিয়ে ভাইয়ের সঙ্গে অশান্তির যোগ দেখা যাচ্ছে। ব্যবসা বা কাজের খুব ভাল যোগ দেখা যাচ্ছে। প্রচুর পরিশ্রম করতে হবে। বাড়ির লোকের সঙ্গে ছোটখাটো ভ্রমণের যোগ দেখা যাচ্ছে। দাম্পত্য জীবনে একটু কলহ বাধতে পারে। হজমের সমস্যা হতে পারে। মহিলাদের ব্যাপারে একটু সাবধান থাকা দরকার।
ব্যবসার জন্য বাড়তি অর্থের প্রয়োজন হতে পারে। আত্মীয়ের সঙ্গে বিবাদ বাড়তে পারে। আজ নিজের কৃতিত্বের জন্য পুরস্কার পেতে পারেন। কাজে একটু বাধা লক্ষ্য করা যাচ্ছে। আপনার বিশ্বাসে কেউ আঘাত করতে পারে। সপরিবারে ভ্রমণের যোগ দেখা যাচ্ছে। আজ আয়ের পরিমাণ খুব ভাল থাকবে। সন্তানদের নিয়ে মানসিক অস্থিরতা বাড়বে। নতুন বিবাহিতদের ভ্রমণের যোগ দেখা যাচ্ছে। প্রতিবেশীর ছলনার শিকার হতে পারেন।
আজ বিদেশে থাকলে খুব আনন্দে থাকতে পারবেন। সকালের দিকে স্ত্রীর সঙ্গে তর্ক না করাই ভাল হবে। সহকর্মীর বাজে ব্যবহারে কর্মস্থানে বিরক্তি ভাব থাকবে। নতুন কিছুর প্রতি আপনার আগ্রহ থাকবে। সন্তানের বায়নায় নাজেহাল হতে হবে। উপার্জন বাড়তে পারে। বিয়ের দিক থেকে দিনটি শুভ। আজ বিলাসিতা বা সম্ভোগ সুখের জন্য খরচ হওয়ার আশঙ্কা। উচ্চশিক্ষায় বাধা থাকলেও প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে অগ্রগতির যোগ রয়েছে। আজ বাড়িতে অশুভ কিছু ঘটতে পারে। অনেক দিনের পুরনো রোগ ফেলে না রাখাই ভাল।
প্রিয় জনের সঙ্গে বিবাদ বাধতে পারে। পেটের ব্যাপারে একটু সাবধান থাকুন। বাবার সঙ্গে দরকারি আলোচনা সেরে ফেলুন। আজ সারা দিন কারও প্রতি বিদ্বেষ সৃষ্টি হওয়ায় কাজে ব্যাঘাত আসতে পারে। প্রেমে জটিলতা কাটিয়ে উঠতে সক্ষম হবেন। সন্তানের আচরণে বদল লক্ষ্য করবেন। হাঁটু বা পায়ের অন্য কোথাও ব্যথা হতে পারে। আজ বিশেষ কোনও কাজের জন্য কর্মক্ষেত্রে সুনাম অর্জন করতে পারবেন। স্ত্রীকে সন্দেহের জন্য দাম্পত্য কলহ বাধতে পারে। বাড়িতে নতুন গাড়ি কেনার পরিকল্পনা। হঠাৎ কিছু হারিয়ে যেতে পারে।
অপরের কোনও অশান্তি আজ বাড়িতে আসতে পারে। আজ সারা দিন ব্যবসা গতানুগতিক ভাবেই চলবে। ভাইবোনদের কাছ থেকে ভাল সাহায্য পেতে পারেন। স্বামী-স্ত্রীর সম্পর্কে উন্নতির যোগ রয়েছে। মা–বাবার সম্পত্তির ভাগ পেতে পারেন। আজ সব কাজ খুব বিচক্ষণতার সঙ্গে করতে হবে, সামান্য ভুল বড়ো ক্ষতি ডেকে আনতে পারে। আধ্যাত্মিক আলোচনায় আজ আপনার সঙ্গতি থাকবে। ভ্রমণে অযথা হয়রানি হতে পারে।
পড়ে থাকা কোনও কাজ সেরে ফেলুন। আজ একটু বিপদের আশঙ্কা আছে। মনে অস্থির ভাব থাকার জন্য ভাল কাজ হাতছাড়া হতে পারে। সম্পপ্তি সংক্রান্ত মামলায় সুফল পেতে পারেন। স্বামী-স্ত্রী যৌথ ব্যবসায় সাফল্য পেতে পারেন। সন্তানের চাকরির জন্য কারও সঙ্গে আলোচনা হতে পারে। আজ উত্তেজক কাজ থেকে দূরে থাকুন। পুরনো ব্যবসায় আর্থিক উন্নতির যোগ রয়েছে। আধুনিক ভাবে ঘর সাজানোর ইচ্ছা হবে আজ।
শত্রুর থেকে সাবধান থাকা দরকার। বাড়তি খরচ হতে পারে। আজ পরিবারে অশান্তির জন্য কর্মে ব্যাঘাত ঘটতে পারে। ধর্ম ও দর্শন সংক্রান্ত আলোচনায় সম্মান প্রাপ্তি। খুব পরিচিত কারও সঙ্গে হঠাৎ দেখা হয়ে যেতে পারে। অনেক দিনের আটকে থাকা কাজ সম্পূর্ণ হতে পারে। ভ্রাতৃস্থানীয় কারও থেকে কোনও বিষয়ে উপকার পেতে পারেন। আজ শত্রুপক্ষ আপনার কাছে দমে থাকবে। কর্মস্থানে আজ দায়িত্ব বাড়তে পারে। গুরুত্বপূর্ণ বিষয়ে স্ত্রীর সঙ্গে আলোচনা করুন।
কিছু উপহার পেতে পারেন। সন্তানের জন্য স্ত্রীর সঙ্গে বিবাদ। কোনও অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে ধর্ম নিয়ে আলোচনা করার সুযোগ পাবেন। প্রতিবেশীর ঝামেলায় বেশি কথা না বলাই শ্রেয়। আজ প্রেমের দিকে না এগনোই ভাল হবে। ত্বকে একটু সমস্যা দেখা দেবে। আজ কোনও ঝামেলা বাধলে আয়ত্তে আনা মুশকিল হবে। গন্ধ জাতীয় দ্রব্য ব্যবসায়ীদের জন্য ভাল সময়। কারও চিকিৎসার দায়িত্ব নিতে হতে পারে। ফাটকা থেকে ক্ষতির আশঙ্কা।
ব্যবসায় বাড়তি লাভ হতে পারে। বাকপটুতায় আজ সকলের মন জয় করতে সক্ষম হবেন। জনহিতকর কাজে সুনাম পাবেন। সন্তানদের জন্য ভাল কিছু ভাবতে পারেন। কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা না করাই ভাল। আজ আমদানি রফতানি ব্যবসায় ভাল যোগ রয়েছে। প্রতিকূল পরিবেশ মানিয়ে নিতে না পারলে ক্ষতির আশঙ্কা। আজ শরীর নিয়ে খুব হয়রান হতে পারে। সংসারে শান্তি থাকবে।
ব্যবসার ক্ষেত্রে চিন্তা বাড়তে পারে। বাবা-মায়ের সঙ্গে মতের অমিলের আশঙ্কা। চোখ নিয়ে একটু সাবধান থাকুন। আজ শরিকি কোনও জিনিস নিয়ে ভাই বোনদের সঙ্গে দ্বন্দ্বের সৃষ্টি হতে পারে। সুযোগসন্ধানীদের থেকে সতর্ক থাকুন। কর্মস্থানে সম্মান প্রাপ্তি যোগ দেখা যাচ্ছে। আজ ভাল কিছু করার কথা ভাবতে পারেন। প্রিয় জনের বিয়ে নিয়ে বাড়িতে আলোচনা হতে পারে। হঠকারী সিদ্ধান্ত ত্যাগ করাই ভাল। বাড়ির সকলে মিলে কোথাও বেড়াতে যেতে হতে পারে।