✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

ব্যবসায় ভাল খবর আসতে পারে ‘মেষ’-জাতকদের, বিদেশে উচ্চশিক্ষার সুযোগ ‘সিংহ’-দের -- আপনার রাশি কী বলছে? জেনে নিন দৈনিক রাশিফল

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ   |  18 Mar 2020 06:11 AM (IST)
1

কারও জন্য চিকিৎসার খরচ বাড়তে পারে। বাবা-মায়ের জন্য আজ চিন্তা বাড়তে পারে। অতিরিক্ত পরিশ্রমের জন্য শরীরে ক্লান্তি বাড়বে। শেয়ারে বাড়তি টাকা লাগাতে পারেন। প্রেমের বাধা মানসিক কষ্ট বাড়তে পারে। বন্ধুর সঙ্গে তর্ক থেকে বিবাদ। কেউ আপনার সঙ্গে স্ত্রীর ঝগড়ার সুযোগ নিতে পারে। চাকরি নিয়ে বন্ধুর সঙ্গে আলোচনা। রক্তচাপ নিয়ে চিন্তা থাকবে। দূরে কোথাও বেড়াতে যাওয়া নিয়ে বাড়িতে আলোচনা হতে পারে।

2

শরীরে আলস্য কাজের অনেক ক্ষতি করতে পারে। শত্রুর জন্য কিছু নষ্ট হওয়ার আশঙ্কা। অকারণে ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। কর্মস্থানে কোনও বিশেষ কাজ করে সুনাম অর্জন করতে পারবেন। তৃতীয় ব্যক্তির জন্য সংসারে অশান্তি। কাজের জন্য দূরে কোথাও যেতে হতে পারে। বুদ্ধির জন্য শেয়ারে বড় বিপদ থেকে মুক্তি। মাত্রাছাড়া ক্রোধ বিপদ ডেকে আনতে পরে। স্ত্রীর সঙ্গে বাড়ি তৈরি নিয়ে আলোচনা। প্রেমের জন্য দিনটি ভাল হতে পারে।

3

শরীরের সমস্যা খুব একটা না থাকলেও মানসিক স্থিতি ভাল থাকবে না। প্রতিভার বিকাশ লাভে সঠিক দিশা পাবেন। যাঁরা সঙ্গীত চর্চা করেন, তাঁদের ভাল সময় আসছে। দূরে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা বাতিল করাই ভাল। অনেক দিন বাদে সংসার মনের মতো লাগবে। বিভিন্ন শারীরিক সমস্যায় কাজের ব্যাঘাত। লেখাপড়ায় সন্তানের আগ্রহ থাকবে। ব্যবসা নিয়ে চিন্তা বাড়তে পারে।

4

কুটুম্বিতা নিয়ে বিবাদের আশঙ্কা। কর্মস্থানে দায়িত্ব বাড়বে। অভিনয় জগতে সুনাম বাড়তে পারে। প্রতিবেশীর সঙ্গে সম্পত্তি নিয়ে কোনও বিবাদ পুলিশ পর্যন্ত যেতে পারে। কর্মক্ষেত্রে ভাল কাজের প্রশংসা জুটতে পারে। স্নায়ুর সমস্যা উপেক্ষা করবেন না। সংসারে খরচ নিয়ে স্ত্রীর সঙ্গে বিবাদ। কোনও কূট ব্যক্তির জন্য ক্ষতির আশঙ্কা। ব্যবসা মধ্যম প্রকার যাবে। দুপুরের পরে ব্যবসা নিয়ে চাপ আসতে পারে।

5

আজ বাড়ির লোকের সঙ্গে বনিবনা না হতেও পারে। আজ সব দরকারি কাজ সেরে ফেলুন। কারও উপর কোনও কাজের দায়িত্ব দেবেন না। কাজের জায়গায় বিবাদের জন্য কাজ বন্ধ হতে পারে। গুরু জনের সঙ্গে বিবাদের জন্য মানসিক কষ্ট। কোনও সামাজিক কাজের জন্য সুনাম বাড়তে পারে। স্ত্রীর সঙ্গে ভ্রমণে মনের শান্তি। বন্ধুর সঙ্গে বিবাদের জন্য মানসিক চাপ।

6

শরীর নিয়ে একটু চাপ বাড়তে পারে। কোনও আত্মিয়র সঙ্গে বিবাদ হতে পারে। অভিনয় জগতে সুনাম বৃদ্ধি পেতে পারে। আইনজীবীদের জন্য খুব ভাল সময়। স্ত্রীর আবদার পূরণ করতে পারবেন। বন্ধুর জন্য বিপদে পড়তে পারেন। ব্যবসায় বাড়তি বিনিয়োগ করতে পারেন। টিউমার জাতীয় রোগ বাড়তে পারে। প্রেম নিয়ে চাপ বাড়তে পারে। পেটের সমস্যা বাড়তে পারে।

7

কাজের জন্য বিদেশে ভ্রমণ হতে পারে। প্রিয় জনের রোগের জন্য মানসিক কষ্ট ও খরচ হতে পারে। শত্রুর সঙ্গে আপস করার আগে খুব ভাল ভাবে চিন্তা করুন। ব্যবসার জন্য সুনাম বাড়তে পারে। রাস্তাঘাটে খুব সাবধানে চলাফেরা করুন। একাধিক পথে উপার্জন বাড়তে পারে। আলস্যের জন্য ভাল কাজ হাতছাড়া হতে পারে। বিবাহিত জীবনে কোনও ছোট কারণে বিবাদ হতে পারে। অর্থ ভাগ্য ভাল। বাড়তি কিছু খরচ হতে পারে।

8

সকালের দিকে শরীরের জন্য কাজে অসুবিধা হতে পারে। বিদেশে উচ্চশিক্ষার সুযোগ মিলতে পারে। আবেগের জন্য বাড়িতে বিপদে পড়তে পারেন। ভাইবোনের সঙ্গে সম্পত্তি নিয়ে বিবাদে সম্পর্ক নষ্ট হতে পারে। পেটের যন্ত্রণায় কর্মে ক্ষতি। পড়ার লোকের উস্কানিতে বাড়িতে অশান্তি। স্ত্রীর জন্য বিপদ থেকে উদ্ধার পাবেন। কোনও মহিলার জন্য অর্থ নষ্ট হবে। ব্যবসা ভাল যাবে। বিদেশে থাকা কোনও বন্ধুর সঙ্গে কথা হতে পারে।

9

বুদ্ধি ও পরিকল্পনার ভুলের জন্য কর্মস্থানে উচ্চপদস্থ ব্যক্তির কাছে অপমানিত হতে হবে। বিচার বিভাগের সঙ্গে যুক্তদের ভাল সময়। ফাটকা ব্যবসায় লাভ হতে পারে। বাড়িতে অতিথির সঙ্গে বিবাদ। বাবা ও মায়ের স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়বে। অংশীদারি ব্যবসায় ভাল লাভ আশা করা যায়। প্রেমে প্রতারিত হতে পারেন। কর্মস্থানে সুনাম বৃদ্ধি পাবে। ব্যবসা খুব একটা মনের মতো হবে না।

10

বক্তা হিসাবে সুনাম পাবেন। সম্পত্তি কেনাবেচার জন্য ভাল সময়। বাড়িতে সম্পত্তি নিয়ে অশান্তি হতে পারে। সন্তানের পড়াশোনার ব্যাপারে চিন্তার পরিমাণ বাড়তে পারে। আইনজীবীদের জন্য শুভ সময়। বুদ্ধির ভুলের জন্য কোনও কাজ হাতছাড়া হতে পারে। অফিসে কোনও মহিলার সঙ্গে বিবাদ হতে পারে। বন্ধুর দ্বারা বিপদ থেকে উদ্ধার পাবেন। স্ত্রীর সঙ্গে তৃতীয় ব্যক্তি নিয়ে অশান্তি।

11

খারাপ আর্থিক অবস্থার জন্য কিছু ঋণ হতে পারে। সংসারের জন্য স্ত্রীর সঙ্গে কিছু আলোচনা। উচ্চপদস্থ ব্যক্তির সাহায্যে ব্যবসায় বিপদ থেকে উদ্ধার পাবেন। সম্পত্তি নিয়ে আইনি জটিলতায় পড়তে পারেন। বন্ধুর ব্যবহারে মানসিক কষ্ট বাড়তে পারে। সামাজিক কাজের জন্য সুনাম লাভ করতে পারেবেন। প্রেমের জন্য প্রচণ্ড মানসিক চাপ বাড়বে। বাবার শরীর নিয়ে সমস্যা বাড়তে পারে।

12

সকালের দিকে পেট নিয়ে অস্বস্তি থাকতে পারে। ব্যবসায় ভাল খবর আসতে পারে। যাঁরা বিদেশে ব্যবসা করেন, তাদের একটু সাবধান থাকা দরকার। বাড়িতে গুরু জনের শরীর নিয়ে চিন্তা ও খরচ বাড়তে পারে। মাতৃস্থানীয় কারও কাছে কোনও কথার জন্য কষ্ট পেতে পারেন। কর্ম অতিরিক্ত পরিশ্রমের জন্য শরীর অসুস্থ হতে পারে। বাড়তি কাজের জন্য সময় নষ্ট।

  • হোম
  • Photos
  • জ্যোতিষ
  • ব্যবসায় ভাল খবর আসতে পারে ‘মেষ’-জাতকদের, বিদেশে উচ্চশিক্ষার সুযোগ ‘সিংহ’-দের -- আপনার রাশি কী বলছে? জেনে নিন দৈনিক রাশিফল
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.