বিহারে বন্যায় বাড়ছে মৃতের সংখ্যা, পটনায় আরও বৃষ্টি হতে পারে, পূর্বাভাস আবহাওয়া দফতরের
টানা বৃষ্টির ফলে রেললাইনে জল জমে যাওয়ায় ট্রেন চলাচল বিঘ্নিত। বিমানবন্দরে জল জমে যাওয়ায় উড়ানও বিঘ্নিত। রাস্তায় জল জমে যাওয়ায় যান চলাচলেও সমস্যা হচ্ছে। ছবি সৌজন্যে এএনআই
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appগতকাল পটনার বিভিন্ন জলমগ্ন অঞ্চল পরিদর্শন করেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। তিনি সরকারি আধিকারিকদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। ছবি সৌজন্যে এএনআই
বিহারের বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সনিয়া গাঁধী। তিনি কেন্দ্রীয় সরকারকে রাজ্য সরকারের পাশে দাঁড়ানোর আর্জি জানিয়েছেন। ছবি সৌজন্যে এএনআই
জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী বিহারের বিভিন্ন জায়গায় উদ্ধারকার্য চালাচ্ছে। ছবি সৌজন্যে পিটিআই
নালন্দা মেডিক্যাল কলেজ সহ বিভিন্ন হাসপাতালে জল ঢুকে গিয়েছে। ফলে রোগী ও তাঁদের পরিজনরা সমস্যায় পড়েছেন। ছবি সৌজন্যে পিটিআই
স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর, বিহার, উত্তরপ্রদেশ ও ঝাড়খণ্ডের বন্যা পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। ছবি সৌজন্যে এএনআই
বন্যার ফলে আটকে পড়া লোকজনকে উদ্ধার করা এবং খাবার বিলি করার জন্য বায়ুসেনার দু’টি হেলিকপ্টার চেয়েছে বিহার সরকার। ছবি সৌজন্যে পিটিআই
আবহাওয়া দফতরের পূর্বাভাস, পটনায় আগামী কয়েকদিন ধরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে মানুষের সমস্যা বাড়বে। ছবি সৌজন্যে এএনআই
বিহারের রাজধানী পটনায় বৃষ্টির জল ঢুকে গিয়েছে উপমুখ্যমন্ত্রী ও দুই প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাসভবনেও। সাধারণ মানুষের দুর্দশা সহজেই অনুমেয়। ছবি সৌজন্যে পিটিআই
টানা চতুর্থ দিনের বৃষ্টিতে বিপর্যস্ত বিহার। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ২৯ বলে জানা গিয়েছে। বৃষ্টিতে জল জমে রেল ও সড়ক যোগাযোগ বিঘ্নিত। ছবি সৌজন্যে পিটিআই
- - - - - - - - - Advertisement - - - - - - - - -