উত্তর কর্ণাটকের ধরওয়াদে নির্মীয়মান বাড়ি ভেঙে পড়ে ৩ জনের মৃত্যু, ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৫৬ জন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 20 Mar 2019 04:02 PM (IST)
1
পুলিশ সূত্রে খবর, আটকে থাকা অধিকাংশ মানুষই উত্তর ভারতের বাসিন্দা ও শ্রমিক
2
প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেছেন, চারতলার ভার সহ্য করার ক্ষমতা ছিল না ওই নির্মীয়মান বাড়ির। এর ওপর আরও উঁচু করা হচ্ছিস বাড়িটি
3
প্রাক্তন কর্ণাটক মন্ত্রী ও কংগ্রেসের নেতা বিনয় কুলকরনি মঙ্গলবার বলেছেন, নির্মীয়মান ওই বাড়ির অংশীদারদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে
4
এই ঘটনায় এখনও অবধি কাউকে গ্রেফতার করা হয়নি
5
১০টি অ্যাম্বুলেন্স ও ৫টি দমকল উদ্ধারকার্য চালাচ্ছে। ১৫০ জন পুলিশ তৎপরতার সঙ্গে উদ্ধারকার্যে যোগ দিয়েছে
6
7
উত্তর কর্ণাটকের ধরওয়াদে নির্মীয়মান বাড়ি ভেঙে পড়ে ৩ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ধরওয়াদে কুমারেশ্বরনগরে ভেঙে পড়ে নির্মীয়মান একটি ৪ তলা বাড়ি