আবু জানি-সন্দীপ খোসলার হয়ে মার্জার সরণিতে দীপিকা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 06 Sep 2019 09:33 AM (IST)
1
সব ছবি: মানব মঙ্গলানি
2
3
4
এতে তাঁকে দেখা যাবে অ্যাসিড আক্রান্ত লক্ষ্মী আগরওয়ালের চরিত্রে।
5
এছাড়া আসছে মেঘনা গুলজারের সঙ্গে তাঁর ছবি ছপাক।
6
কপিল দেবের ভূমিকায় রয়েছেন দীপিকার স্বামী রণবীর সিংহ। ছবিতে দীপিকা কপিলের স্ত্রী রোমির ভূমিকায়।
7
অল্পদিন আগে লন্ডনে ছিলেন দীপিকা। সেখানে ৮৩ ছবির শ্যুটিং চলছিল।
8
তাঁর অন্যতম পছন্দের ডিজাইনার এই আবু জানি-সন্দীপ খোসলা জুটি।
9
দীপিকার পোশাক ছিল অনেকটা তাঁর বিয়ের রিসেপশন ড্রেসের মত।
10
ফ্যাশন দুনিয়ায় ৩৩ বছর কাটিয়ে দিলেন আবু জানি-সন্দীপ খোসলা। এই উপলক্ষ্যে তাঁরা আয়োজন করেছিলেন এক ফ্যাশন শোর। শো স্টপার খোদ দীপিকা পাড়ুকোন।