দেখুন! মেট গালা-র পর নিক জোনাসের সঙ্গে পার্টি করছেন প্রিয়ঙ্কা চোপড়া ও দীপিকা পাড়ুকোন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 09 May 2019 09:11 AM (IST)
1
2
3
দেখুন পার্টির আরও ছবি।
4
ডিজাইনার প্রবাল গুরুংয়ের সঙ্গে।
5
মেট গালা-য় দীপিকা, প্রিয়ঙ্কার সাজ আন্তর্জাতিক মহলে রীতিমত তারিফ পেয়েছে।
6
নিক-প্রিয়ঙ্কা।
7
এই ছবি দেখে আবার প্রশ্ন উঠেছে, দীপিকা অন্ত্বঃসত্ত্বা কীনা।
8
প্রিয়ঙ্কা ছিলেন স্বামী নিক জোনাসের সঙ্গে। দীপিকা অবশ্য একাই ছিলেন, রণবীর সিংহ যাননি তাঁর সঙ্গে।
9
নিউ ইয়র্কে মেট গালা-র অনুষ্ঠানের পর জমিয়ে পার্টি করলেন দীপিকা পাড়ুকোন ও প্রিয়ঙ্কা চোপড়া।