সকলের চোখের আড়ালে এনগেজড হলেন দীপিকা পাড়ুকোন- রণবীর সিংহ?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 07 Jul 2016 08:01 AM (IST)
1
2
3
4
রণবীর সিংহ ও দীপিকা পাড়ুকোন।
5
মাত্র ২দিন আগে এক ভিডিওয় দেখা গেছে, দীপিকা ও রণবীর একে অপরের দিকে ফ্লাইং কিস ছুঁড়ছেন।
6
দু’তরফের বাবা মায়ের সম্পর্কও যথেষ্ট উষ্ণ।
7
কানাঘুষো, অত্যন্ত গোপনে এনগেজমেন্ট সেরেছেন তাঁরা।
8
তবে রণবীর বা দীপিকা মুখ খোলেননি এ ব্যাপারে।
9
শোনা যাচ্ছে, গার্লফ্রেন্ড দীপিকা পাড়ুকোনের সঙ্গে এনগেজমেন্ট হয়েছে তাঁর।
10
রণবীর সিংহের জন্মদিন গেল ৬ জুলাই। এবারের জন্মদিনটা বোধহয় সবথেকে স্মরণীয় ছিল তাঁর কাছে।