ছবিতে দেখুন: 'মেট গালা'-র ডাকে নিউ ইয়র্ক পাড়ি দীপিকার
লাল পোষাকে ২০১৮-র 'মেট গালা'-র রেড কার্পেট মাতিয়েছিলেন দীপিকা
Download ABP Live App and Watch All Latest Videos
View In App২০১৮ সালে 'মেট গালা'-র বিষয়বস্তু ছিল- 'হেভেনলি বডিস: ফ্যাসান অ্যান্ড দ্য ক্যাথলিক ইম্যাজিনেশন'
'মেট গালা'-য় দীপিকাকে দেখার জন্য উগ্রিব তাঁর ভক্তরা।
সম্প্রতি এই ছবিতে দীপ্পির অ্যাসিড আক্রান্ত মেকাপের লুকও সামনে এসেছে।
একজন অ্যাসিড আক্রান্ত মেয়ের জীবনী নিয়েই তৈরী হচ্ছে 'ছপক'
'পদ্মাবত'-এর পর আবার 'ছপক'- এ দেখা যাবে তাঁকে।
সম্প্রতি তার নতুন ছবি 'ছপক'- এর কাজে ব্যস্ত দীপিকা।
ঢিলে ডেনিম পোশাকে যথারীতি স্টাইলিশ দেখাচ্ছিল দীপিকাকে।
ডেনিমের সঙ্গে গাঢ় গোলাপী রঙের হাই হিল জুতো পরেছিলেন তিনি।
এই নীল ডেনিমের পোশাকে দীপ্পিকে দেখা গেল এয়ারপোর্টে। তবে ছিলেন না স্বামী রণবীর সিংহ।
মুম্বই এয়ারপোর্টে পাপারাৎজিদের ক্যামেরাবন্দি দীপিকা পাড়ুকোন। গন্তব্য- নিউ ইয়র্ক। 'মেট গালা'-র অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছেন তিনি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -