ছপাক ছবির প্রমোশনে দীপিকা পাড়ুকোন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 30 Dec 2019 10:42 AM (IST)
1
সব ছবি: মানব মঙ্গলানি
2
3
4
5
পদ্মাবত-এর বেশ কিছুদিন পর এটিই দীপিকার প্রথম মুক্তি পেতে চলা ছবি।
6
পরিচালক মেঘনা গুলজার।
7
১০ জানুয়ারি মুক্তি পাবে ছবিটি।
8
তাঁর বিপরীতে আছেন অভিনেতা বিক্রান্ত মেসি।
9
ছপাক-এ দীপিকা অভিনয় করছেন অ্যাসিড আক্রান্তের ভূমিকায়।
10
শোয়ে অংশ নেওয়া ছোটদের সঙ্গে সময় কাটাতে দেখা গেল তাঁকে।
11
12
দীপিকা পাডুকোন এখন তাঁর আগামী ছবি ছপাক-এর প্রমোশনে ব্যস্ত। এবার তাঁকে দেখা গেল এক রিয়্যালিটি শোয়ের সেটে।