‘রাবতা’-য় আইটেম নাম্বারে দীপিকা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 24 May 2016 09:42 PM (IST)
1
প্রাক্তন প্রেমিক রণবীর কপূরের বিপরীতে তিনি ছিলেন ‘তামাসা’ ছবিতেও।
2
‘পিকু’-তে ইরফান খান, অমিতাভ বচ্চনের সঙ্গেও দেখা গিয়েছে তাঁকে।
3
শেষ দীপিকাকে দেখা গিয়েছে ‘বাজিরাও মাস্তানি’-তে, মাস্তানির ভূমিকায়।
4
দীপিকা সম্প্রতি তাঁর আন্তর্জাতিক প্রজেক্ট 'xXx : The Return Of Xander Cage' শেষ করেছেন।
5
6
ইমতিয়াজ আলির ‘লাভ আজ কাল’-এ একসঙ্গে দুজনে কাজ করেছেন।
7
বুদাপেস্টে ১ জুন স্পেশাল নম্বরের শ্যুটিং করতে পারেন দীপিকা।
8
সম্ভবত দীপিকাকে পয়মন্ত মনে করেন দীনেশ। তাঁর প্রস্তাবে শুরুতেই রাজি হন দীপিকা।
9
দীপিকার শেষ আইটেম নম্বর ছিল লাভলি। ‘হ্যাপি নিউ ইয়ার’ ছবিতে।
10
দীপিকা পাড়ুকোনকে দেখা যাবে দীনেশ বিজানের পরের ছবি ‘রাবতা’-য়। আইটেম নাম্বারে থাকছেন বলিউডের এই শীর্ষ অভিনেত্রী। একেবারে স্পেশাল অ্যাপিয়ারেন্স।