খালি পায়ে গণেশ ঠাকুরের আশীর্বাদ চাইতে গেলেন দীপিকা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 12 Sep 2019 09:53 AM (IST)
1
সব ছবি: মানব মঙ্গলানি
2
3
4
৮৩ ছবিতে তাঁকে কপিল দেবের স্ত্রীর ভূমিকায় দেখা যাবে। এই ছবিতে তাঁর বিপরীতে আছেন স্বামী রণবীর সিংহ।
5
দীপিকাকে শিগগিরই দেখা যাবে ছপাক ছবিতে।
6
7
আজ গণেশ উৎসবের শেষ দিন। আজ অনন্ত চতুর্দশী, এদিনই গণেশ বিসর্জনের কথা।
8
দীপিকা যখন মন্দিরে আসেন, তখন সেখানে বেশ ভিড় ছিল।
9
10
লালবাগের এই গণেশ মন্দির মুম্বইয়ের বিখ্যাত জায়গা। বলিউড সেলেবরা নিয়মিত আসা যাওয়া করেন এখানে।
11
মুম্বইয়ের বিখ্যাত গণেশ প্রতিমা লালবাগচা রাজার আশীর্বাদ নিতে গেলেন দীপিকা পাড়ুকোন। খালি পায়ে মন্দিরে গেলেন তিনি।