ছবিতে দেখুন: বৃষ্টির জেরে দূষণের মাত্রা কমছে দিল্লির, বরফে ঢেকেছে হিমাচল প্রদেশ
রাজ্যে সবচেয়ে বেশি শীত অনুভূত হয়েছে কেলংয়ে। যেখানে তাপমাত্রা ছিল হিমাঙ্কের ছয় ডিগ্রি নীচে।
বরফে ঢেকেছে মান্ডি।
কুলু অঞ্চলের ছবি।
বরফ ঢাকা সিমলার গ্রাম।
সিমলা ও সংলগ্ন অঞ্চলে তাপমাত্রা হিমাঙ্কের নীচে
কুফরিতে বরফ নিয়ে খেলতে ব্যস্ত পর্যটকরা।
বরফে ঢেকেছে সিমলা, মানালীর রাস্তা
আরও বরফ পড়ার আশঙ্কাও রয়েছে।
অন্যদিকে বরফের চাদরে ঢেকেছে হিমাচল প্রদেশ। বরফ দেখতে ভীড় জমিয়েছেন পর্যটকরা।
ইতিমধ্যেই শীতের হাত থেকে আগুন পোহাতে দেখা যাচ্ছে দিল্লির বিভিন্ন রাস্তায়।
আপাতত দিল্লীবাসী কিছুটা স্বস্তি পেয়েছে।
এয়ার কোয়ালিটি ইনডেস্ক জানিয়েছে দূষণের মাত্রা বেশ কিছুটা হ্রাস পেয়েছে। অতিরিক্ত শুষ্ক আবহাওয়ার কারণেই দূষণের সঙ্গে মোকাবিলা করা কঠিন হয়ে পড়েছিল।
গত কয়েকদিনের বৃষ্টির জেরে কিছুটা কমেছে দিল্লির দূষণ। বাতাসে আর্দ্রতা থাকলেও শীতের প্রকোপ ক্রমেই বাড়ছে। আকাশ তুলনায় অনেকটা পরিষ্কার হয়েছে।