দেখুন, জি-২০ সম্মেলনের বিরুদ্ধে বিক্ষোভে অগ্নিগর্ভ জার্মানি
বিক্ষোভকারীদের দাবি, জি-২০ সম্মেলনের ফলে নাগরিকদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। শুধু পুঁজিবাদীদের স্বার্থ দেখা হচ্ছে
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবিক্ষোভকারীরা জি-২০ সম্মেলন কেন্দ্রের পথ অবরোধও করেন
পুলিশ সূত্রে খবর, বিক্ষোভকারীরা গভীর রাত পর্যন্ত শহরের বিভিন্ন অংশে হিংসাত্মক কার্যকলাপে যুক্ত ছিলেন। তাঁরা বেশ কয়েকটি গাড়িতেও আগুন ধরিয়ে দেন
হামবুর্গের পুলিশ জানিয়েছে, বিক্ষোভের জেরে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে
জি-২০ সম্মেলন কেন্দ্রে ঢুকে পড়ে গোলমাল বাঁধানোর চেষ্টা এবং ট্রেনের কামরায় ভাঙচুর করার অভিযোগে ৪৪ জনকে গ্রেফতার করা হয়েছে
মর্কেল বলেছেন, তিনি শান্তিপূর্ণ বিক্ষোভের বিরুদ্ধে নন, কিন্তু হিংসাত্মক বিক্ষোভের জেরে বিক্ষোভকারীদের পাশাপাশি অতিথিদেরও নিরাপত্তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। তাই বিক্ষোভ দেখানো বন্ধ করা উচিত
বিক্ষোভের নিন্দা করেছেন জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মর্কেল
জি-২০ সম্মেলন উপলক্ষে আসা বিদেশি অতিথিদের নিরাপত্তার জন্য ১৯,০০০ পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে
বিক্ষোভ থামানোর জন্য জল কামানও ব্যবহার করতে হয়েছে পুলিশকে
স্থানীয় প্রশাসন বিক্ষোভ থামানোর আবেদন জানিয়েছে। কিন্তু তাতে কান দিচ্ছেন না বিক্ষোভকারীরা
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের রীতিমতো ধস্তাধস্তি হয়েছে। দোকানও লুঠ করেছেন বিক্ষোভকারীরা
জার্মানির হামবুর্গ শহরে জি-২০ সম্মেলনের বিরুদ্ধে বিক্ষোভে নিহত পুলিশকর্মীর সংখ্যা বেড়ে হয়েছে ১৯৭। বিক্ষোভ সামলাতে গিয়ে সমস্যায় পড়েছে পুলিশ
- - - - - - - - - Advertisement - - - - - - - - -