ডেঙ্গি থেকে বাঁচতে কী করবেন? পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা
বিশেষজ্ঞরা বলছেন, যেহেতু ডেঙ্গির মশা দিনের বেলা কামড়ায়, তাই দিনের বেলা মশার কামড় থেকে বাঁচতে হবে। শিশুদের ফুলহাতা জামা পরাতে হবে। বাড়িতে সম্ভব হলে মশারি টাঙাতে হবে। নাহলে মশা নিরোধক ক্রিম লাগিয়ে, ওষুধ স্প্রে করে, মশা তাড়াতে হবে।
শহরে ফের ডেঙ্গির থাবা। আতঙ্কে শহরবাসী। জ্বর হলেই মনে ভয়, ডেঙ্গি নয় তো? চিকিৎসকরা বলছেন, ভয় পেয়ে লাভ নেই। তার থেকে বরং জোর দেওয়া উচিত প্রতিরোধে।
কারণ, এসবের মধ্যে বৃষ্টির জল জমলে তাতে ডিম পাড়ে ডেঙ্গির মশা। লোকালয়ে মশার এই বংশবিস্তার রুখতে পারলেই ডেঙ্গির মোকাবিলা করা সম্ভব। ওষুধ নেই, ভরসা তাই সতর্কতাই।
ডেঙ্গি হয় এডিস ইজিপ্টাই গোত্রের স্ত্রী মশার কামড়ে। এই মশা দিনের বেলা কামড়ায়। ডেঙ্গি আক্রান্ত কোনও রোগীকে কামড়ানোর ১০-১২ দিনের মধ্যে এই মশা কাউকে কামড়ালে, ডেঙ্গি হওয়া নিশ্চিত। চিকিৎসকরা বলছেন, ডেঙ্গির কোনও প্রতিষেধক বা ওষুধ নেই। তাই একমাত্র ভরসা প্রতিরোধই।