আজ ইদুজ্জোহা, দেশ জুড়ে ধরা পড়ল সম্প্রীতি ও আনন্দের ছবি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 12 Aug 2019 12:16 PM (IST)
1
দিল্লির জম্মু ও কাশ্মীরে ইদের নমাজের ভীড়। (সব ছবি- এএনআই)
2
জম্মু ও কাশ্মীরে ইদের সকালে ধরা পড়লো সম্প্রীতির ছবি। নিরাপত্তার যথেষ্ট ব্যবস্থা ছিল
3
আলিগড়ে শাহ-জামাল-ইদগাহে নিরাপত্তার ঘেরাটোপে হলো ইদের প্রার্থনা
4
ভোপালের ইদগাহে কচিকাঁচাদের নমাজ আদায়
5
কেন্দ্রীয় মন্ত্রী মুখতার আব্বাস নাগভি দিল্লির কাশ্মীরি গেটের পাঞ্জা সরিফ দরগায় নমাজ আদায় করলেন।
6
আজ ইদ। আলিগড়ে শাহ-জামাল-ইদগাহে সকাল থেকেই সাধারণ মানুষদের জমায়েত। একসাথে করলেন নমাজ আদায়। ইদুজ্জোহায় রইল পর্যাপ্ত নিরাপত্তা ব্যাবস্থাও।