ভারতীয় ক্রিকেটারদের বেতন বাড়ার পর সবচেয়ে বেশি লাভবান হলেন ধবন, বুমরাহ
বিরাটের বেতন দু কোটি টাকা থেকে ২৫০ শতাংশ বেড়ে হয়েছে সাত কোটি টাকা
এই চুক্তির ফলে সবচেয়ে বেশি লাভবান হয়েছেন ধবন। তিনি এর আগে সি ক্যাটাগরিতে ছিলেন। ৫০ লক্ষ টাকা থেকে তাঁর বেতন একলাফে ১৩০০ শতাংশ বেড়ে হয়েছে সাত কোটি টাকা
রোহিতের বেতন ৬০০ শতাংশ বেড়ে গিয়েছে। এর আগে বি ক্যাটাগরিতে থাকাকালীন তিনি পেতেন এক কোটি টাকা। এখন থেকে পাবেন সাত কোটি টাকা
অশ্বিনেরও বেতন ১৫০ শতাংশ বেড়েছে
ভারতের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক ধোনি সর্বোচ্চ ক্যাটাগরিতে জায়গা না পেলেও, তাঁর বেতন অবশ্য ১৫০ শতাংশ বেড়েছে
দুই তরুণ স্পিনার কুলদীপ যাদব ও যুজবেন্দ্র চাহলেরও বেতন বেড়েছে। তাঁরা এখন বি ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন
পেসার বুমরাহ বি ক্যাটাগরি থেকে এ+ ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন
অপর এক পেসার ভুবনেশ্বরও বি ক্যাটাগরি থেকে এ+ ক্যাটাগরিতে উঠে এসেছেন
নতুন চুক্তিতে এ+ ক্যাটাগরি যুক্ত করা হয়েছে। বিরাট কোহলি, রোহিত শর্মা, শিখর ধবন, ভুবনেশ্বর কুমার ও জলপ্রীত বুমরাহ সর্বোচ্চ ক্যাটাগরিতে আছেন। মহেন্দ্র সিংহ ধোনি ও রবিচন্দ্রন অশ্বিন এ ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন
বুধবারই জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে নতুন চুক্তি ঘোষণা করেছে বিসিসিআই