খেলার শুরুতে বা ম্যাচের মাঝে জটলা করতে দেখা যায় টিম ইন্ডিয়ার সদস্যদের, তখন কী গোপন কথা হয় জানুন
দলের ১১ নম্বর ব্যাটসম্যানের থেকেও এক নম্বর ব্যাটসম্যানের মতো পারফরম্যান্স চান ধোনি। কিন্তু সেই পর্যন্ত পৌঁছনোর আগেই ম্যাচ শেষ করে ফেলা উচিত্।
ধোনি বলেন তাঁর স্ত্রী একবার তাঁকে প্রশ্ন করে ছিলেন, তাঁর স্থান কোথায় ধোনির জীবনে। ধোনির সোজা সাপটা উত্তর দেশের উর্দ্ধে নয়।
গতকাল যে খেলাটা শেষ হয়েছিল, সেটা গতকালই মানুষ ভুলে গিয়েছে। প্রত্যেকটা দিন নতুন, প্রতিদিন নতুন ভাবে পারফর্ম করতে হবে।
আত্মবিশ্বাস থাকা ভাল, কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাস কেরিয়ারের পক্ষে ক্ষতিকারক। সেই অবস্থায় একজন প্লেয়ার নিজের ক্ষতি করে ফেলে
ম্যাচের আগে বা মাঝে দলের সদস্যদের ডেকে গোল হয়ে দাঁড়িয়ে টিমকে বহুবার পেপটক দিতে দেখা গিয়েছে ধোনিকে। এগুলিকে হাডল বলা হয়, কিন্তু কী বলা হয় এই গোপন বৈঠকে
মৃত্যুর আগে পর্যন্ত মৃত্যু নিয়ে না ভাবা উচিত্ নয়। তাই আউট হওয়ার আগে পর্যন্ত আউট কীভাবে হয়ে যেতে পারে একজন প্লেয়ার সেটাও কখনও ভাবা উচিত্ নয়।
একজন প্লেয়ার ১০০ শতাংশ ফিট কি না সেটা ম্যাচের আগে সেই ঠিক করবে। কারণ, মাঠে নামলে তাঁকে ১০০ শতাংশ দিতেই হবে।
ধোনি সবসময় তাঁর দলের অন্য সদস্য উদ্বুদ্ধ করেন এই বলে যে খেলাটাকে উপভোগ করো। অতিরিক্ত চাপ পারফরম্যান্সের ক্ষেত্রে যেন বাধা হয়ে না দাঁড়ায়।
সব সময় মনে রাখতে হবে দেশের জন্যে খেলছি আমরা, দর্শকের জন্য নয়
সব সময় সবাই ফর্মে থাকে না, কিন্তু আত্মবিশ্বাস এবং আগ্রাসন সবসময় সকলের মধ্যে থাকা উচিত্