আন্তর্জাতিক ক্রিকেটে ১০০-তম অর্ধশতরান করলেন ধোনি
এর আগে এই রেকর্ড ছিল শুধু শ্রীলঙ্কার প্রাক্তন উইকেটকিপার কুমার সঙ্গাকারার
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appধোনিই এখন বিশ্বের দ্বিতীয় উইকেটকিপার যিনি আন্তর্জাতিক ক্রিকেটে ঘরের মাঠে ৪,০০০-এর বেশি রান করলেন
সচিন ও ধোনি ছাড়া আর কোনও ভারতীয় ব্যাটসম্যান আন্তর্জাতিক ক্রিকেটে ঘরের মাঠে ৪,০০০ রান করতে পারেননি
ধোনির আগে একমাত্র সচিনই দেশের মাটিতে ৪,০০০ রান করেন
এর আগে ভারতীয়দের মধ্যে শুধু সচিন তেন্ডুলকর (১৬৪), রাহুল দ্রাবিড় (১৪৬) ও সৌরভ গঙ্গোপাধ্যায় (১০৭) আন্তর্জাতিক ক্রিকেটে ১০০-র বেশি অর্ধশতরান করেন
ধোনি ৭৯ রান করেন। এই ইনিংসেই তিনি জোড়া নজির গড়লেন
হার্দিক ৮৩ রানের ঝোড়ো ইনিংস খেলে আউট হন
৫ উইকেট পড়ে যাওয়ার পর হার্দিক ও ধোনির দাপটে চাপে পড়ে যায় অস্ট্রেলিয়া
কেদার যাদব করেন ৪০ রান। তিনি একসময় একাই লড়াই করছিলেন
৮৭ রানে ৫ উইকেট হারিয়ে ভারতীয় দল চাপে পড়ে গিয়েছিল। সেখান থেকে ইনিংসের হাল ধরেন হার্দিক ও ধোনি
হার্দিক পাণ্ড্য ও মহেন্দ্র সিংহ ধোনির দুর্দান্ত ইনিংসের সুবাদে আজ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম একদিনের ম্যাচে ৭ উইকেটে ২৮১ রান করেছে ভারত
- - - - - - - - - Advertisement - - - - - - - - -