কাশ্মীরে সেনাবাহিনীর হয়ে কাজ শুরু ধোনির
এর আগেও টেরিটোরিয়াল আর্মির সঙ্গে সময় কাটিয়েছেন ধোনি। প্যারাট্রুপার হিসেবে প্রশিক্ষণ নেওয়ার পাশাপাশি তিনি প্যারাজাম্পও দিয়েছেন। ফের সেনার হয়ে কাজ করছেন তিনি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসেনাবাহিনীর হয়ে টহলদারি, সেনা চৌকি পাহারা দেওয়া সহ বিভিন্ন কর্তব্য পালন করবেন ধোনি। তিনি সেনা ব্যারাকেই থাকবেন।
গতকালই কাশ্মীরে পৌঁছন ধোনি। তাঁর অবস্থান সম্পর্কে সেনাবাহিনীর পক্ষ থেকে কিছু জানানো হয়নি। বিষয়টি গোপন রাখা হয়েছে। তবে এটা জানানো হয়েছে, ধোনির শরীরে সেনা ইউনিফর্ম, অস্ত্র, বুলেটপ্রুফ জ্যাকেট এবং অন্যান্য সরঞ্জাম নিয়ে ওজন হবে ১৯ কেজি। ইউনিফর্মের ওজন তিন কেজি, তিনটি ম্যাগাজিনের ওজন পাঁচ কেজি, বুটের ওজন দু কেজি, তিন থেকে ছটি গ্রেনেডের ওজন চার কেজি, হেলমেটের ওজন এক কেজি এবং বুলেটপ্রুফ জ্যাকেটের ওজন চার কেজি।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, প্যারাশুট রেজিমেন্টের সাম্মানিক লেফটেন্যান্ট কর্নেল হিসেবে ১৫ দিন কাশ্মীরে জঙ্গি দমন অভিযানে সামিল হবেন ধোনি।
ক্রিকেট থেকে সাময়িক বিরতি নিয়ে আপাতত টেরিটোরিয়াল আর্মির ১০৬ ব্যাটালিয়নের হয়ে কাজ করছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। আজ থেকে জম্মু ও কাশ্মীরে কাজ শুরু করেছেন তিনি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -