বিয়ে করেছেন প্রিয়ঙ্কা চোপড়া? ইন্সটাগ্রামের ছবি ঘিরে জোর জল্পনা
দেশি গার্ল সম্প্রতি ভারতে ফিরেছেন এবং অসম যাওয়ার পথে তোলা একটি ছবি ইন্টাগ্রামে পোস্ট করেছেন। ছবিটিতে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে তাঁর বাঁহাতের কবজিতে পরা একটা ফ্যাশন সংক্রান্ত একটি জিনিস। অনেকেরই অনুমান, ওটা মঙ্গলসূত্র।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appনিজের প্রেমের সম্পর্কের ব্যাপারে খুবই চাপা স্বভাবের অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া। এনিয়ে প্রকাশ্যে খুবই কম কথা বলেন বলিউড ডিভা। তবে তাঁর অনুরাগীদের মধ্যে কিন্তু জল্পনা চলেই তাঁর সম্পর্ক নিয়ে। কেউ কেউ মনে করেন, কারুর না কারুর সঙ্গে ডেটিং করছেন প্রিয়ঙ্কা। আর সেই জল্পনার আগুন উস্কে দিয়েছে ইন্সটাগ্রাম পেজে তাঁর সাম্প্রতিক ছবি। আমেরিকায় চুপিসারে প্রিয়ঙ্কা বিয়েটা সেরে ফেলেছেন বলে জোর গুঞ্জন তৈরি হয়েছে।
তবে সবাই অবশ্য জল্পনায় কান দিতে নারাজ। একজনের ট্যুইট, বিবাহিত বলে পরিচয় দিতে উত্তর ভারতীয়তের মঙ্গলসূত্র পরার দরকার হয় না। বিয়ের একটা ছবিই যথেষ্ট।
এক ট্যুইটার ইউজার তো রীতিমতো উত্তেজিত খবরটি নিয়ে। খবরের সত্যতা সম্পর্কে জানতে চেয়েছেন তিনি। আর একজন একটু অসূয়াগ্রস্ত হয়ে উঠেছেন। কিন্তু প্রিয়ঙ্কাকে সুখী বিবাহিত জীবনের শুভেচ্ছা জানাতে ভোলেননি তিনি।
এর আগে কোয়ান্টিকো-র কোনও সহ অভিনেতার সঙ্গে তিনি ডেটিং করছেন কিনা, এই প্রশ্নের উত্তরে প্রিয়ঙ্কা জানিয়েছিলেন যে, তিনি একাই রয়েছেন। একইসঙ্গে জানিয়েছিলেন যে, আমেরিকার তিনি একজনের সঙ্গে ডেট করেছিলেন। কিন্তু সেই সম্পর্ক টেকেনি।
প্রিয়ঙ্কা বর্তমানে কোয়ান্টিকো সিজন ৩-র জন্য ব্যস্ত। আলি আব্বাস জাফরের পরিচালনায় ভারত সিনেমায় সলমন খানের সঙ্গে তাঁকে দেখা যাবে। মুঝসে শাদি করোহি-র দুই শিল্পীকে দীর্ঘদিন পর পর্দায় দেখা যাবে। ২০০৮-এ গড তুসি গ্রেট হো সিনেমায় শেষবারের মতো দুজনকে দেখা গিয়েছিল।
প্রিয়ঙ্কা বলেছিলেন, এই মুহুর্তে আমি একাই রয়েছে। তবে এর আগে ডেট করেছিলাম। আমাকে কি সন্ত ভাবেন? কিন্তু এখন আমি একা। তবে কোনও সহ অভিনতার সঙ্গে ডেট হয়নি। কারণ, তারা সবাই বিবাহিত।
প্রিয়ঙ্কা আরও বলেছিলেন, দীর্ঘদিন পর আমি এখন একা। আমি প্রচুর স্নেহ পেয়েছি। এসব নিয়ে কী করব, তা জানি না। তবে এখনও সে রকম কাউকে পাইনি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -