সারা আলি খানকে ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার টু’ থেকে সরাইনি: দিশা পাটানি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 22 Mar 2017 04:18 PM (IST)
1
2
প্রথমে শোনা গিয়েছিল টাইগার শ্রফের বান্ধবী দিশা পাটানিকে সরিয়ে ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার টু’-এর সিকুয়্যেলে অভিনয় করবেন সেফ কন্যা সারা আলি খান
3
4
5
দিশা পাটানি শেষ কাজ করেছেন ‘এমএস ধোনি:দ্য আনটোল্ড স্টোরি’ ছবিতে। সেখান থেকেই তাঁর জনপ্রিয়তার শুরু
6
সূত্রের খবর পুনীত মালহোত্রা দিশাকেই এই ছবির জন্যে নিতে বেশি আগ্রহী। কারণ সম্প্রতি তাঁরা একসঙ্গে একটি বিজ্ঞাপনেও কাজ করেছেন।
7
কখনও শোনা যাচ্ছে তাঁর নাম, কখনও সারার নাম। এই খবরটা সত্যিই খবব অস্বস্তিকর, দাবি দিশার।
8
তারপরই দিশা বলেন, এখবর তিনিও শুনেছেন।
9
এপ্রসঙ্গে নিজের অ্যাপ লঞ্চের পর দিশা জানান এই খবর সঠিক নয়।
10
তারপর ফের আবার শোনা গিয়েছে সারা নয়, ওই ছবির সিকুয়্যেলে স্বমহিমায় ফিরে এসেছেন দিশা