সঙ্গে বান্ধবী দিশা ও মা আয়েষা, লাঞ্চে গেলেন টাইগার শ্রফ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 30 Apr 2018 09:01 AM (IST)
1
2
দিশা-টাইগারের ছবি বাগি ২ সুপার ডুপার হিট হয়েছে। এখনও পর্যন্ত ২৬৩ কোটি টাকা রোজগার করেছে ছবিটি।
3
দিশা-টাইগারের প্রেমের খবর বহুদিন ধরেই সংবাদমাধ্যমে ঘুরছে। তাঁরা অবশ্য এ ব্যাপারে স্পষ্ট কিছু জানাননি এখনও।
4
ছবিতে পরিষ্কার, দিশা ও আয়েষা পরস্পরকে বেশ পছন্দ করেন।
5
ছবিতে পরিষ্কার, দিশা ও আয়েষা পরস্পরকে বেশ পছন্দ করেন।
6
বান্ধবী দিশা পাটানির সঙ্গে গতকাল মধ্যাহ্নভোজে দেখা গেল টাইগার শ্রফকে। সঙ্গে ছিলেন টাইগারের মা আয়েষা।