দেখুন! এক কসমেটিক ব্র্যান্ডের অনুষ্ঠানে দিশা পাটানিকে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 08 Apr 2019 12:38 PM (IST)
1
(সব ছবি: ইনস্টাগ্রাম)
2
3
4
5
6
7
8
9
আরও বেশ কয়েকটি বড় প্রযোজনা সংস্থার সঙ্গে দিশার কথা চলছে।
10
তাঁরা ছাড়াও ছবিতে থাকবেন ক্যাটরিনা কাইফ।
11
সলমন খানের সঙ্গে ভারত ছবিতে তাঁকে দেখা যাবে।
12
এম এস ধোনি ও বাগি ২-তে অভিনয় করেছেন দিশা।
13
সিনেমার পাশাপাশি বেশ কিছু নামী ব্র্যান্ডের বিজ্ঞাপনেও দেখা যাচ্ছে তাঁকে।
14
টাইগারের পরিবারেরও দিশা দারুণ পছন্দ।
15
যদিও নিয়মিত এক সঙ্গে ডেটে যেতে দেখা যায় তাঁদের।
16
তবে দিশা-টাইগার কেউ এ নিয়ে স্পষ্ট কিছু বলেননি।
17
শোনা যাচ্ছে, তিনি ডেট করছেন টাইগার শ্রফের সঙ্গে।
18
দিশা পাটানি এখন বলিউডের পরিচিত মুখ। বড় পর্দায় যেমন তাঁর জনপ্রিয়তা বাড়ছে, তেমনই তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টেও অনুরাগীদের ভিড়। এবার এক কসমেটিক ব্র্যান্ডের অনুষ্ঠানে দেখা গেল গ্ল্যামারাস দিশাকে।