টাইগার-দিশার ডিনার ডেট
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 16 Dec 2018 01:45 PM (IST)
1
সিদ্ধার্থ আনন্দের পরবর্তী ছবিতে হৃতিকের সঙ্গে দেখা যাবে টাইগার শ্রফকে। নিজের টুইটার অ্যাকাউন্টে নাম না করেই সেই ছবির পোস্টার শেয়ার করেছেন টাইগার শ্রফ।
2
“ইন্ডিয়া” ছবিতে দিশা এবং সলমান খানকে একসঙ্গে দেখা যাবে। সলমনের বোনের ভূমিকায় অভিনয় করবেন দিশা।
3
অন্যদিকে টাইগার শ্রফ স্টুডেন্ট অফ্ দ্য ইয়ার এর সিক্যুয়াল স্টুডেন্ট অফ্ দ্য ইয়ার ২ নিয়ে ব্যস্ত।
4
বর্তমানে দিশা ব্যস্ত তাঁর পরবর্তী ছবি বাগী ২ নিয়ে।
5
এরপর তাঁদের সম্পর্ক নিয়ে গুঞ্জন আরও জোরালো হয়।
6
মুম্বাইতে দীপবীরের রিসেপশানেও তাঁদের একসঙ্গেই দেখা গিয়েছিলো।
7
অথচ তাঁদের হাবভাব দেখলে বোঝা যায় তাঁরা একে অপরের বেশ ঘনিষ্ঠ।
8
9
একসঙ্গে ডিনারে যেতে দেখা গেলো টাইগার শ্রফ আর দিশা পাটনিকে। দুজনেই পরেছিলেন খুব সাধারণ পোশাক।