জানেন, স্রেফ ব্যাটে স্টিকার সেঁটে কত টাকা রোজগার করেন ক্রিকেটাররা?
কিন্তু যথারীতি এক নম্বরে সেই বিরাট কোহালি। তর্কাতীতভাবে বিশ্বের সেরা ব্যাটসম্যান বিরাটের ব্যাটেও স্টিকার রয়েছে। আর এ জন্য তাঁকে ৮ কোটি টাকা দেয় এমআরএফ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএঁদের থেকে অবশ্য অনেক এগিয়ে এম এস ধোনি। তাঁরও ব্যাটে গেইলের মত স্পার্টান স্টিকার। নেন ৬ কোটি টাকা।
পিছিয়ে নেই যুবরাজ সিংহও। হয়তো আগের ফর্মে নেই কিন্তু পিউমা স্টিকার ব্যাটে লাগাতে তিনি নেন ৪ কোটি টাকা।
দক্ষিণ আফ্রিকা অধিনায়ক ও আরসিবি ব্যাটসম্যান এ বি ডি ভিলিয়ার্সের ব্যাটে কোকাবুরা স্টিকার। তিনি পান ৩.৫ কোটি টাকা।
রোহিত শর্মারও ব্যাটে সিয়াট স্টিকার। নেন ৩ কোটি টাকা।
শিখর ধাওয়ানের ব্যাটে লাগানো এমআরএফ স্টিকার। তিনি নিয়েছেন ৩ কোটি টাকা।
সুরেশ রায়না ব্যাটে সেঁটেছেন সিয়াট স্টিকার। তিনি নেন ২.৫ থেকে ৩ কোটি টাকা।
টাইমস অফ ইন্ডিয়ার একটি রিপোর্ট বলছে, ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার ও আরসিবি ব্যাটসম্যান ক্রিস গেইল ব্যাটে স্পার্টান স্টিকার আটকে পান ৩ কোটি টাকা।
বিজ্ঞাপনের মাধ্যমে কোটি কোটি টাকা রোজগার করেন জনপ্রিয় ক্রিকেটাররা। জানেন, শুধু নিজের ব্যাটে একটা স্টিকার সেঁটে কত টাকা পকেটে পোরেন তাঁরা? চলুন, দেখে নিই
- - - - - - - - - Advertisement - - - - - - - - -