বিগ বি-র ‘হাম’ ছবির নায়িকা কিমি কতকারের কথা মনে আছে, এখন কেমন দেখতে হয়েছেন তিনি দেখুন
সম্প্রতি পুনম ধিলন তাঁর ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে একটি ছবির কোলাজ দেন। তাঁর প্রাক্তন সহকর্মী এবং অভিনেত্রী কিমির সঙ্গে দেখা যায় পুনমকে। ছবি সৌজন্যে ইন্সটাগ্রাম
শেষবার রুপোলি পর্দায় কিমিকে দেখা গিয়েছিল ধর্মেন্দ্র এবং গোবিন্দার বিপরীতে ‘জুলুম কি হুকুমত’ ছবিতে। ছবি সৌজন্যে ওয়েব
তবে ১৯৯২ সালের পর আর তাঁকে রুপোলি পর্দায় দেখা যায়নি, ছবি সৌজন্যে ওয়েব
অমিতাভ বচ্চনের ‘হাম’ ছবির নায়িকা কিম কতকারের কথা মনে পড়ে। সেই বিখ্যাত গান ‘ঝুম্মা চুম্মা’-র তালে তাল মিলিয়ে ছিলেন কিমি। এখন তিনি কেমন দেখতে হয়েছেন দেখুন, ছবি ওয়েব
সুনীল গ্রোভারের সঙ্গে কিমি
ছবিতে দেখা যাচ্ছে সুন্দরভাবে বয়সকে মেনে নিয়েছেন কিমি। ছবি সৌজন্যে ইন্সটাগ্রাম
এই দেখুন পুনম এবং কিমির ছবির কোলাজ। ছবি সৌজন্যে ইন্সটাগ্রাম
ছবিতে দেখা যাচ্ছে সুন্দরভাবে বয়সকে মেনে নিয়েছেন কিমি। ছবি সৌজন্যে ইন্সটাগ্রাম
দেখুন সেই অনুষ্ঠান থেকেই কিমির আরও কয়েকটি ছবি
দেখুন সেই অনুষ্ঠান থেকেই কিমির আরও কয়েকটি ছবি
এর আগে গত বছর অক্টোবরে অনু মালহোত্রার আর্ট শোয়ে হাজির হয়েছিলেন কিমি। ছবি সৌজন্যে উত্সব দেবদত্ত, সোলারিস ইমেজ