দাদুকে চেনে সবাই মার্কিন প্রেসিডেন্ট হিসেবে, নজরে ট্রাম্পের ৫ বছরের নাতনির কার্যকলাপও
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাতনি, ইভাঙ্কা ট্রাম্পের মেয়ে অ্যারাবেলা রোজ কুসনার এখনই সোশ্যাল মিডিয়ার অন্যতম জনপ্রিয় খুদে তারকা
দাদুর মার্কিন প্রেসিডেন্ট পদে আসার লড়াইটা শুরু থেকেই বাবা-মায়ের সঙ্গে দেখেছে অ্যারাবেলা
অ্যারাবেলার ছোট থেকেই বিভিন্ন কাজে আসক্তি ছিল। এখানে তাকে বাগান পরিস্কার করতে দেখা যাচ্ছে। অ্যারাবেলার সববিষয় পারদর্শীতা দেখে অনেকেই মনে করছেন দাদুর মতোই একদিন এই নাতনিকেও চিনবে সারা দুনিয়া।
সমস্ত ছবি সৌজন্যে ইভাঙ্কা ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট
তার মা ইভাঙ্কা মাঝেমধ্যেই ছোট্ট একরত্তি মেয়ের ছবি ও তার কর্মকাণ্ড টুইট করেন, আর তাতেই লাইকের বন্যা বয়ে যায়। এই বয়সেই অ্যারাবেলার পিয়ানো বাজানোর দক্ষতা সকলের নজর কেড়েছে
মায়ের সঙ্গে ভোটগ্রহণ কেন্দ্রে আসা থেকে, শপথগ্রহণ অনুষ্ঠান সব জায়গাতেই দেখা গেছে ট্রাম্পের ছোট্ট এই নাতনিকে
চিনা নববর্ষ উপলক্ষে অ্যারাবেলার গাওয়া গান এতটাই হিট, যে চিনারা সকলে একবাক্যে অ্যারাবেলার ভক্ত হয়ে গেছে