রিহানাকে বিয়ে করতে চান ড্রেক, বিয়ে কি এ বছরই
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 05 Sep 2016 12:59 PM (IST)
1
ছবি: এএফপি আর এপি
2
২৮ বছর বয়সি রিহানা ড্রেকের নামে ট্যাটু বানিয়েছেন শরীরে।
3
দু’জনের সম্পর্কও এখন আগের থেকে অনেক ভাল বলে খবর।
4
এঁদের ঘনিষ্ঠ সূত্রে খবর, দু’জনেই এই সম্পর্ক নিয়ে যথেষ্ট সিরিয়াস। এখন বিয়েটা কবে হবে, সেটা ঠিক করবেন তাঁরা।
5
২৯ বছরের ড্রেক গত সপ্তাহেই স্বীকার করেছেন, ২২ বছর বয়স থেকে রিহানাকে ভালবেসেছেন তিনি।
6
গায়িকা রিহানার সঙ্গে র্যাপ গায়ক ড্রেকের প্রেমের কথা এখন আর গোপন নেই। ড্রেক জানিয়েছেন, রিহানাকে বিয়ে করতে চান তিনি। এতদিন অবশ্য তাঁদের সম্পর্ক একবার ভাঙছিল, একবার জুড়ছিল। কিন্তু এখন সব সমস্যা মিটেছে। সংসার গড়তে চাইছেন তাঁরা।