রুক্ষ্মিণী সহায়ের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন নীল নিতিন মুকেশ, প্রকাশ পেল সেই ছবি
নীল ও রুক্ষ্মিণীর বিয়ে দেখাশোনা করেই হয়েছে বলে জানা গিয়েছে। যদিও, নবদম্পতি জানান, এই ক'দিনে তাঁরা একে অপরের প্রেমে পড়ে গিয়েছেন। ছবি সৌজন্য-ফেসবুক
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরুক্ষ্মিণীর সঙ্গে বলিউডের কোনও সম্পর্ক নেই। অন্যদিকে, নীল নিতিন মুকেশ হলেন তাঁর পরিবারের তৃতীয় প্রজন্ম যিনি বলিউডে রয়েছেন। ছবি সৌজন্য-ফেসবুক
অনুষ্ঠানের সূচনা হয়েছিল প্রাক-বিবাহ পার্টি দিয়ে। নীলকে দেখা গিয়েছিল 'কালা চশমা' ও 'কবিরা' গাইতে। ছবি সৌজন্য-ফেসবুক
কমলা লেহেঙ্গায় রুক্ষ্মিণীকে দুর্দান্ত লাগছিল। অন্যদিকে, নীল পরেছিলেন মেরুন রঙের শেরওয়ানি। সঙ্গে পাগড়ি। ছবি সৌজন্য-ইনস্টাগ্রাম
পুত্রবধূর প্রসঙ্গে পাত্রের বাবা নিতিন মুকেশ জানান, রুক্ষ্মিণীর মতোই একজনকে খুঁজছিলাম। নীলের জন্য আমরা যেমন পাত্রী চাইছিলাম, রুক্ষ্মিণী ঠিক তেমনটাই। ছবি সৌজন্য-ফেসবুক
তিনদিনের রাজকীয় অনুষ্ঠানের শেষে উদয়পুরে বিয়ে সারললেন বলিউড অভিনেতা নীল নিতিন মুকেশ। ছবি সৌজন্য- ফেসবুক
এর আগে মেহেন্দি ও সঙ্গীত অনুষ্ঠানও ভীষণই জাঁকজমকের সঙ্গে হয়েছিল। ছবি সৌজন্য-ইনস্টাগ্রাম
নবদম্পতিকে আশীর্বাদ দিতে বিয়ের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন প্রয়াত যশ চোপড়ার স্ত্রী পামেলা এবং ঋষি কপূর। ছবি সৌজন্য- ইনস্টাগ্রাম
- - - - - - - - - Advertisement - - - - - - - - -