চালক নেই! তবুও গড়গড়িয়ে বাস চলছে প্যারিসে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 27 Jan 2017 06:28 PM (IST)
1
টেস্টিং চলাকালীন চালকছাড়া এই বাস অতিক্রম করবে ২০০ মিটারের দূরত্ব। (ছবি: এপি এক্সচেঞ্জ)
2
প্রতি সফরে এই বাসে চড়তে পারবেন ৬জন।
3
চালকছাড়া এই বাস চলবে দুটি স্টপের মধ্যে।
4
এমন দুটি বাস চলছে প্যারিসে। শোনা যাচ্ছে, প্রথম ৩ মাস টেস্টিং চলবে এদের।
5
নানা দিক থেকেই পৃথিবীতে প্রথম প্রেমের শহর প্যারিস। এবার আরও এক বিষয়ে ফার্স্টের শিরোপা পেল সে। এখানে চালু হল দুনিয়ার প্রথম চালকছাড়া বাস।