‘কৌন বনেগা ক্রোড়পতি’ হোস্ট করবেন না অমিতাভ, সেখানে দেখা যেতে পারে বলিউডের এই দুই অভিনেত্রীর কোনও একজনকে!
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 19 May 2017 01:22 PM (IST)
1
তাঁদের মধ্যে কেউ এবার সঞ্চালনা করবেন ‘কৌন বনেগা ক্রোড়পতি’ অনুষ্ঠানটির।
2
‘কৌন বনেগা ক্রোড়পতি’র সঞ্চালকের আসনে এবারে আর অমিতাভ বচ্চনকে দেখা যাবে না
3
তাঁর জায়গায় কোনও সঞ্চালিকা এবার হোস্টের আসনে বসে বলবেন ‘লক কিয়া যায়’।
4
জল্পনা শোনা যাচ্ছে চ্যানেল কর্তৃপক্ষের তরফে ঐশ্বর্য রাই বচ্চন এবং মাধুরী দীক্ষিতের সঙ্গে দেখা করা হয়েছে।
5
এই শোটি ব্রিটেনের শো ‘হু ওয়ান্টস টু বি অ্যা মিলিনিয়র’ থেকে অনুপ্রাণিত
6
এটা নবম সিজন ‘কৌন বনেগা ক্রোড়পতি’র। এর আগে বিগ বি ছাড়া অনুষ্ঠানের হোস্টের আসনে দেখা গিয়েছে শাহরুখ খানকে
7
আগামী দুমাসের মধ্যে চ্যানেলে ফের শুরু হতে চলেছে এই গেম শোটি।