কোথাও ঠিক যেন পাথরে গড়া সত্যিকারের এক মন্দির, কোথাও পুরনো রাজবাড়ি-- এক ঝলকে পুজোর প্রস্তুতি
জপুর ব্যায়াম সমিতি- এক পুরনো রাজবাড়ির আদলে তৈরি হচ্ছে জপুর ব্যায়াম সমিতির মণ্ডপ। প্রতিমা এখানে সাবেকি। উদ্যাক্তাদের আশা পুরনো দিনের পুজোর আবহের নস্ট্যালজিয়া মুগ্ধ করবে দর্শকদের।
আহিরীটোলা সর্বজনীন- যেন পাথরে গড়া সত্যিকারের এক মন্দির। আহিরীটোলা সর্বজনীনের পুজো মণ্ডপে এসে এমনই মনে হতে পারে দর্শনার্থীদের। মণ্ডপের গায়ের অপূর্ব কাজ আর পাথরের প্রতিমা নজর কাড়বে বলে আশা উদ্যোক্তাদের।
বেলগাছিয়া সাধারণ দুর্গোৎসব- মানুষের মধ্যের সম্পর্কের বুননকে দৃঢ় করার বার্তা দিচ্ছে বেলগাছিয়া সাধারণ দুর্গোত্সব। ত্রিপুরা থেকে আনা বাঁশ আর খাটিয়া দিয়ে তৈরি মণ্ডপ নজর কাড়বে দর্শনার্থীদের।
উল্টোডাঙা যুববৃন্দ- ফেলে আসা শৈশবের খেলনা দিয়ে সেজে উঠেছে উল্টোডাঙা যুববৃন্দের মণ্ডপ। তালপাতার সেপাই, লাট্টু আর কাগজের নৌকোর নস্ট্যালজিয়া আপনাকে নিয়ে যাবে ছোটবেলার দিনগুলিতে।
মহম্মদ আলি পার্ক- এবার ৫১ বছরে পড়ল মহম্মদ আলি পার্কের পুজো। কেরলের মন্দিরের আদলে তৈরি বিশাল মণ্ডপে ফুটে উঠেছে পরিবেশ রক্ষার বার্তা।
গ্রিনপার্ক বিবেকান্দ স্পোর্টিং ক্লাব- মানব সভ্যতার বিবর্তনের কাহিনি উঠে এসেছে গ্রিনপার্কের বিবেকান্দ স্পোর্টিং ক্লাবের মণ্ডপে। মানব সভ্যতার শুরুর সময় থেকে এত বিবর্তনের পরেও কি আধুনিক হয়েছে আমাদের মানসিকতা? শিল্পীর এই প্রশ্নই ভাবাবে দর্শকদের।