মুম্বইয়ে পুজো মণ্ডপে তারকা সমাহার, রানি, কাজল সাক্ষাৎ, এলেন অমিতাভ, প্রিয়ঙ্কাও
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 07 Oct 2019 07:59 AM (IST)
1
ছবি সৌজন্যে- মানব মঙ্গলানি
2
মুম্বইয়ের পুজো মণ্ডপে স্ত্রী জয়া বচ্চনকে সঙ্গে নিয়ে এলেন বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন।
3
পরে ওই পুজো মণ্ডপেই এলেন বলিউডের মহাতারকা প্রিয়ঙ্কা চোপড়াও।
4
দুর্গা পুজোয় ফের একবার সাক্ষাৎ দুই বলি অভিনেত্রীর। ছেলে যুগ নিয়ে মণ্ডপে এলেন কাজল। সেখানেই সাক্ষাৎ রানি মুখোপাধ্যায়ের সঙ্গে। দুই তারকাই একসঙ্গে পোজ দিলেন, তুললেন ছবি।