সৌজন্যে সত্যমেব জয়তে-র অনুষ্ঠানে প্রাক্তন স্ত্রীর মুখোমুখি আমির
‘ধর্ষিতা’ মন্তব্যের জেরে সলমন খানের বিরোধিতা করার হিম্মত যাঁরা দেখিয়েছিলেন, সেই সব হাতে গোনা মুখের মধ্যে সোনা অন্যতম।
অনুষ্ঠানে ছিলেন ওড়িশার গায়িকা সোনা মহাপাত্র।
তবে মুখ্যমন্ত্রী ফড়ণবীশের সঙ্গে আমিরকে এক মঞ্চে দেখে বোঝা যাচ্ছে, কোনও একটা বোঝাপড়ায় এসেছেন তাঁরা।
‘ইনক্রেডিবল ইন্ডিয়া’-র ব্র্যান্ড অ্যাম্বাসাডর পদ থেকেও সরিয়ে দেওয়া হয় তাঁকে।
অসন্তুষ্ট কেউ কেউ মন্তব্য করেন, আমিরের যখন দেশের পরিবেশ সহ্যই হচ্ছে না, তখন বিদেশে গিয়ে থাকুন তিনি।
মনে করা হয়, ওই বয়ানে শাসক দলের সমালোচনা করেছেন তিনি।
দেশে ‘অসহিষ্ণুতা’-র পরিবেশ নিয়ে আমিরের বক্তব্যে প্রচুর বিতর্ক হয়েছে।
ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশ।
৫১ বছরের আমিরকে দেখলে তাঁর বয়স বোঝা যায় না। কিন্তু রীনার ওপর সময় ভালই তার ছাপ ফেলে গেছে।
সত্যমেব জয়তে ওয়াটার কাপ, ২০১৬। বর্তমান স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গে এসেছিলেন অনুষ্ঠানের সঞ্চালক আমির খান। আর ছিলেন আমিরের প্রথম পত্নী রীনা দত্ত।