প্রতীক্ষার অবসান, বৃহস্পতিবার চালু ইস্ট-ওয়েস্ট মেট্রো, উদ্বোধনে রেলমন্ত্রী, যাত্রী পরিষেবা শুক্রবার থেকে
কলকাতা মেট্রোয় অন্যতম সমস্যা আত্মহত্যার ঘটনা। এর জন্য ট্রেন পরিষেবায় বিঘ্নও ঘটে। ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পে আত্মহত্যা রোখার জন্য প্ল্যাটফর্মে বিশেষ স্ক্রিন ডোর -এর ব্যবস্থা করা হয়েছে। এই প্রথম রাজ্যে কোনও মেট্রো স্টেশনে স্ক্রিন ডোর চালু হচ্ছে।
উদ্বোধনের প্রস্তুতি সম্পূর্ণ। রেলমন্ত্রী পীযূষ গোয়েল বৃহস্পতিবার পরিষেবার উদ্বোধন করবেন। তবে যাত্রী সাধারণের জন্য মেট্রো পরিষেবা চালু হবে শুক্রবার সকাল ৮টা থেকে।
মেট্রো রেল সূত্রে খবর, আপাতত ২০ মিনিট অন্তর চলবে মেট্রো। সেক্টর ফাইভ থেকে সল্টলেক স্টেডিয়ামের দূরত্ব ৬ কিলোমিটারের সামান্য কম। ওই দূরত্ব যেতে সময় লাগবে ১৪ মিনিট।
ইস্ট ওয়েস্ট মেট্রোর রেকও আধুনিক। এই কেবিন থেকেই চালক মেট্রোর কামরাগুলি দেখতে পাবেন। কোনও সমস্যা দেখলে ব্যবস্থা নিতে পারবেন।
কলকাতা মেট্রোর মতোই ইস্ট ওয়েস্ট মেট্রোতেও স্মার্ট কার্ড ও টোকেনের ব্যবস্থা থাকছে। তবে তা দেখতে আলাদা। মেট্রো রেল সূত্রে খবর, আপাতত থাকছে ৫ ও ১০ টাকার টিকিট।
ট্রেন থামার পর মেট্রোর দরজা ও স্ক্রিন ডোর সিংক্রোনাইজ করে খুলবে। নিরাপত্তার জন্যও বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। মেট্রো রেল কর্তৃপক্ষ সূত্রে খবর, প্ল্যাটফর্মে রাখা থাকবে ফোন। কোনও যাত্রী সমস্যা দেখলে ওই ফোন থেকে মেট্রোর কন্ট্রোল রুমে যোগাযোগ করতে পারবেন।
সব ছবি ও তথ্য: অরিত্রিক ভট্টাচার্য।
এর মধ্যে রয়েছে সেক্টর ফাইভ করুণাময়ী, সেন্ট্রাল পার্ক, সিটি সেন্টার, বেঙ্গল কেমিক্যাল, সল্টলেক স্টেডিয়াম-- এই ৬টি স্টেশন। একেকটা স্টেশনকে একেকটা থিম-এ সাজানো হয়েছে।
ইস্ট ওয়েস্ট মেট্রোর প্রথম পর্যায়ে পরিষেবার উদ্বোধন হচ্ছে বৃহস্পতিবার। মেট্রো রেল সূত্রে খবর, প্রথম পর্যায়ে সেক্টর ফাইভ থেকে সল্টলেক স্টেডিয়াম পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হবে।