একতা কপূরের শাস-বহু সিরিয়ালের দুই মুখ্য চরিত্র স্মৃতি-সাক্ষী, তাঁদের সঙ্গে দেখা হওয়ার পর নস্টালজিক প্রযোজক
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
14 Apr 2017 10:44 AM (IST)
1
একতার নিজের সিরিয়ালের আদর্শ দুই বউয়ের সঙ্গে দেখা হওয়ার পরই নস্টালজিক প্রযোজক।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
রনিত রায়ের সঙ্গে
3
এখন স্মৃতি কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী। সাক্ষী ছোট, বড়পর্দায়তো জমিয়ে কাজ করছেনই, ওয়েব সিরিজেও কাজ করছেন।
4
‘কিঁউকি শাস ভি কভি বহু থি’ এবং ‘কহানি ঘর ঘর কি’, এই দুই টেলি সিরিয়াল সবচেয়ে বেশি টিআরপি টানত। সেখানকার দুই মুখ্য নারীর চরিত্রে ছিলেন স্মৃতি ইরানি এবং সাক্ষী তনোয়ার
5
একসময় বলা হত রাত দশটা বাজলে ফাঁকা হয়ে যায় রাস্তাঘাট। কারণ ছোটপর্দায় তখন শাস-বহু সিরিয়ালের ঝড়
6
স্মৃতি ইরানি এবং সাক্ষী তনোয়ার, এক সময় একতা কপূরের দুই হিট টেলি সিরিয়ালের মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন
photos (photos) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -