গাছে বেঁধে নৃশংস মার, পা ভাঙল গজরাজের, ছবিগুলি অত্যন্ত অস্বস্তিকর
এই ঘটনার প্রতিবাদে প্রচার অভিযানও শুরু হয়েছে। ব্রিটেনের একটি প্ল্যাটফর্মে এমনও বিতর্ক হচ্ছে যে, পশুজন্তুদের সঙ্গে এমন বর্বরোচিত ব্যবহার করা হলে নৈতিকতার খাতিরে পর্যটক পাঠানো বন্ধ করা উচিত।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appহাতিটি যতক্ষণ না মাটিতে পড়ে যায়, ততক্ষণ পর্যন্ত এই মারধর চলে। যদিও এখনও স্পষ্ট নয়, ঘটনাটি কোথায় ঘটেছে।
এই নৃশংস অত্যাচারে হাতিটির একটি পায়ের পিছনের অংশ ভেঙে যায়।
মারধরের আগে হাতিটির একটা পা একটি গাছের সঙ্গে বেঁধে দেওয়া হয়। এরপর অসহায় বন্দি গজরাজকে মোটা লাঠি দিয়ে নির্মমভাবে মারধর শুরু করে তিনজন।
পর্যটকদের মনোরঞ্জনের জন্য ওই ব্যক্তিরা হাতিটিকে ধরে রেখেছিল।
ছবিতে দেখা যাচ্ছে, কয়েকজন একটি হাতিকে বেধড়ক মারছে।
এই অস্বস্তিদায়ক ছবিগুলিতে যে ঘটনা সামনে এসেছে, তা মানবতার পক্ষে অত্যন্ত লজ্জাজনক। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি, এই বর্বরোচিত ঘটনা ঘটেছে ভারতে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -