এলি বিউটি অ্যাওয়ার্ডস ২০১৯-এ সাদা পোশাকে গ্ল্যামারাস অনুষ্কা শর্মা
শনিবার রাতে এলি ইন্ডিয়া বিউটি অ্যাওয়ার্ডসে এসেছিলেন বলিউডের তারকা অভিনেত্রী অনুষ্কা শর্মা। অনুষ্ঠানে অনুষ্কার গ্ল্যামারাস উপস্থিতিতে সবার নজর কেড়ে নেয়। অনুষ্ঠানে এসেছিলেন করিনা কপূর খান, জাহ্নবী কপূর ও রণবীর সিংহ সহ বলিউডের বিভিন্ন তারকা। (ছবি-মানব মঙ্গলানি)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅবসর বিনোদনের ছবি অনুষ্কা মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। (ছবি-মানব মঙ্গলানি)
সম্প্রতি অনুষ্কাকে তাঁর স্বামী ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে অবসর বিনোদনে দেখা গিয়েছিল। (ছবি-মানব মঙ্গলানি)
তাঁর আগামী প্রোজেক্ট নিয়েও এখনও কোনও খবর নেই। (ছবি-মানব মঙ্গলানি)
এরপর থেকে বড়পর্দায় তাঁকে আর দেখা যায়নি। ২০১৮-তে তাঁকে পরী ও সঞ্জু সিনেমায় দেখা গিয়েছিল।(ছবি-মানব মঙ্গলানি)
অনুষ্কাকে শেষবার শাহরুখ খানের জিরো সিনেমায় দেখা গিয়েছিল। (ছবি-মানব মঙ্গলানি)
তিনি হাসিমুখে আলোকচিত্রীদের সামনে পোজও দিলেন। (ছবি-মানব মঙ্গলানি)
অনুষ্ঠানে রেড কার্পেটে পা রাখতেই সবার নজর কেড়ে নেন অনুষ্কা। (ছবি-মানব মঙ্গলানি)
অনুষ্ঠানে অনুষ্কা সাদা গ্ল্যামারাস গাউন পরে এসেছিলেন। (ছবি-মানব মঙ্গলানি)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -