অভিনেতা ইমরান হাসমির বই প্রকাশিত
প্রবীণ সাংবাদিক হুসেন জাইদি ইমরানকে বই লেখার পরামর্শ দেন। তাঁর কথাতেই লেখা শুরু করেন এই অভিনেতা। সঙ্গী হন লেখক বিলাল সিদ্দিকি। ছবি সৌজন্যে গৌতম সালভি/সোলারিস ইমেজেস
‘দ্য কিস অফ লাইফ’ নামে এই বইটিতে ছেলের ক্যান্সার ধরা পড়া, চিকিৎসা এবং লড়াইয়ের কথা তুলে ধরেছেন ইমরান। ছবি সৌজন্যে গৌতম সালভি/সোলারিস ইমেজেস
২০১৪ সালে ইমরানের ছেলে আয়ানের ক্যান্সার ধরা পড়ে। ছবি সৌজন্যে গৌতম সালভি/সোলারিস ইমেজেস
এই বইতে নিজের জীবনের সবচেয়ে সঙ্কটজনক অবস্থার কথা বর্ণনা করেছেন ইমরান। ছবি সৌজন্যে গৌতম সালভি/সোলারিস ইমেজেস
এরপর শুরু হয় চিকিৎসা। অনেক লড়াইয়ের পর সুস্থ হয়ে ওঠে আয়ান। ছবি সৌজন্যে গৌতম সালভি/সোলারিস ইমেজেস
তার কিডনিতে একটি টিউমার ছিল যেটা ম্যালিগন্যান্ট বলে জানান চিকিৎসকরা। ছবি সৌজন্যে গৌতম সালভি/সোলারিস ইমেজেস
বই প্রকাশ অনুষ্ঠানে সপরিবারে ইমরান। ছবি সৌজন্যে গৌতম সালভি/সোলারিস ইমেজেস