দেখুন, যুবরাজের জন্য ভারতীয় দলের দরজা বন্ধ
প্রাক্তন জাতীয় নির্বাচক সাবা করিমের মতে, ফর্মের চেয়েও ফিটনেস ঘাটতির জন্যই যুবরাজের পক্ষে ২০১৯ সালের বিশ্বকাপে খেলা বোধহয় সম্ভব হবে না। যুবরাজ লড়াকু, কিন্তু আগের মতো আর ফিট নন। তাই তরুণ প্রতিভাবান ক্রিকেটার মণীশ পান্ডেকে বেশি সুযোগ দেওয়া উচিত
শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন একদিনের সিরিজের দলে রাখা হয়নি যুবরাজকে। ২০১৯ সালের বিশ্বকাপের দলে তাঁর থাকার সম্ভাবনা নেই বলে জানিয়ে দিয়েছেন বিসিসিআই-এর এক কর্তা
ভারতের হয়ে ২০০৭ সালে প্রথম টি-২০ বিশ্বকাপ জিতেছিলেন যুবরাজ। ২০১১ সালের বিশ্বকাপে তিনিই ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছিলেন। তবে সব ভাল জিনিসেরই শেষ আছে। সেভাবেই যুবরাজেরও আন্তর্জাতিক কেরিয়ার হয়তো এবার শেষ হতে চলেছে
১৭ বছর ধরে ভারতীয় দলের হয়ে খেলছেন যুবরাজ সিংহ। এই অলরাউন্ডার সংক্ষিপ্ত ওভারের ক্রিকেটে ভারতকে বহু সাফল্য এনে দিয়েছেন। কিন্তু আর বোধহয় তাঁকে ভারতের হয়ে খেলতে দেখা যাবে না
২০১৯ বিশ্বকাপের সময় ভারতের অধিনায়ক বিরাট কোহলির বয়স হবে ৩১, রোহিত শর্মার বয়স হবে ৩২, শিখর ধবনের ৩৩, কেদার যাদবের ৩৪, রবিচন্দ্রন অশ্বিনের ৩২, রবীন্দ্র জাডেজার ৩০, উমেশ যাদবের ৩১ এবং মহেন্দ্র সিংহ ধোনির ৩৮। যুবরাজকে দলে নিয়ে বয়স্ক ক্রিকেটারের সংখ্যা বাড়াতে নারাজ নির্বাচকরা