সত্যি! ২০০ কোটি টাকায় বিক্রি হচ্ছে ব্রিটেনের একটা গোটা গ্রাম!
অবিশ্বাস্য হলেও এটাই সত্যি! ব্রিটেনের একটা গোটা গ্রাম ২০ মিলিয়ন পাউন্ড (ভারতীয় মুদ্রায় প্রায় ২০০ কোটি টাকা) বিক্রির জন্য তৈরি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপাঁচ বছর আগে গ্রামের মালকিনের মৃত্যুর পর পরিবারের বাকি সদস্যরা গ্রামটিকে বেচার উদ্যোগ নেয়।
তাহলে.....এই টাকায় যদি একটা গোটা গ্রাম কেনা যায়, তাহলে সেই টাকায় স্রেফ একটা বাড়ি কিনে কী লাভ?
খবরে প্রকাশ, গ্রামে একটি ২১ বেডরুম-বিশিষ্ট প্রাসাদ, ৪৩টি অন্যান্য ঘর এবং ২,১১৬ একর জমি রয়েছে।
গত ১৫০ বছর ধরে এই গ্রামের মালিকানা এক পরিবারের হাতে রয়েছে।
২০০ বা ৩০০ কোটি টাকায় এক-একটা প্রাসাদোপম বাড়ি বিক্রি হয় বলে শুনেছেন। কিন্তু, সেই টাকায় কখনও কোনও গ্রাম বিক্রি হচ্ছে শুনেছেন?
এছাড়া গ্রামে একটি চার্চ, একটি প্রাইমারি স্কুল এবং একটি খেলার মাঠও রয়েছে।
শুধু তাই নয়, গ্রামে একটি পাব ও একটি পেট্রোল পাম্পও রয়েছে।
জানা গিয়েছে, ব্রিটেনের উত্তর ইয়র্কশায়ারের মাল্টনের কাছে অবস্থিত এই ওয়েস্ট হেসলটার্ন নামে এই গ্রামটি প্রায় এক হাজার একরের বেশি এলাকা জুড়ে বিস্তৃত। এই গ্রামের দর ২০ মিলিয়ন পাউন্ড রাখা হয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -