অভিনেত্রী এষা গুপ্তর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক!
ওই সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও ভাবছেন এষা
বাদশাহো ছবির নায়িকা এষা সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়
এষা বলেছেন, তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক হওয়ার পর কাউকে খারাপ কোনও ছবি বা মেসেজ পাঠানো হয়নি। এটা তাঁর কাছে স্বস্তির বিষয়। না হলে তিনি সমস্যায় পড়তেন
এই ঘটনার পর তাঁর সোশ্যাল মিডিয়া পরিচালনার দায়িত্বে থাকা সংস্থার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন এষা
এষা জানিয়েছেন, তিনি ইনস্টাগ্রামের মাধ্যমে কারও ফোন নম্বর চাননি
এষা তাঁর বন্ধুদের জানিয়ে দেন, তাঁর ফোন চুরি হয়নি বা হারিয়ে যায়নি। তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক হয়েছে
এরপরেই এষা জানতে পারেন, তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক হয়ে গিয়েছে। যে হ্যাক করেছে, সে এষার ফোন চুরি হয়ে যাওয়ার কথা বলে তাঁর বন্ধুদের কাছ থেকে ফোন নম্বর চাইছে
একটি সংবাদমাধ্যম সূত্রে খবর, কিছুদিন আগে এষার এক বন্ধু তাঁকে মেসেজ পাঠান, ‘তোমার ফোন চুরি হয়ে গিয়েছে জেনে খারাপ লাগল। এটা আমার নম্বর।’ এই মেসেজ পেয়ে এষা চমকে যান। কারণ, তিনি কাউকে এ কথা বলেননি
এই অভিনেত্রীরই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক হয়ে গিয়েছে
সোশ্যাল মিডিয়ায় প্রায়ই হট ও বোল্ড ছবি পোস্ট করেন অভিনেত্রী এষা গুপ্ত