কলাইকুন্ডা, পানাগড়ে চলছে ভারত-মার্কিন বায়ুসেনার যৌথ মহড়া ‘এক্স কোপ ইন্ডিয়া-১৮’
এর আগে, ২০১৬ সালে ভারতকে ‘প্রধান প্রতিরক্ষা সহযোগী’ হিসেবে উল্লেখ করেছিল ভারত।
গত বছরই দক্ষিণ এশিয়ায় সামরিক নীতি ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে তিনি ভারতকে গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেছিলেন।
অন্যদিকে, ভারতীয় বায়ুসেনার তরফে রয়েছে সুখোই-৩০এমকেআই, জাগুয়ার, মিরাজ ২০০০, সি-১৩০জে এবং অ্যাওয়াক্স।
মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে এই মহড়ায় অংশ নিচ্ছে ১২টি এফ-১৫ (ঈগল) ব্লক সি/ডি যুদ্ধবিমান ও ৩টি সি-১৩০এইচ সামরিক পণ্যবাহী বিমান।
মহড়ার লক্ষ্য, আকাশে যুদ্ধের রণকৌশল ঝালিয়ে নেওয়া এবং পারস্পরিক সমঝোতা বৃদ্ধি করা।
পশ্চিমবঙ্গের কলাইকুন্ডা ও পানাগড় বায়ুসেনা ঘাঁটিতে গত ৩ ডিসেম্বর থেকে শুরু হয়েছে ভারত-মার্কিন বায়ুসেনার যৌথ মহড়া ‘এক্স কোপ ইন্ডিয়া-১৮’।
প্রথমবার, বায়ুসেনার ২টি ঘাঁটিতে একসঙ্গে এই মহড়া হচ্ছে।
এই নিয়ে দুই দেশের বায়ুসেনার মধ্যে এই মহড়া চতুর্থবার অনুষ্ঠিত হতে চলেছে।
ভারতীয় বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল বি এস ধানোয়া কলাইকুন্ডায় গিয়ে অংশগ্রহণকারীদের সঙ্গে আলোচনা করেন।