ছোটবেলায় এমন দেখতে ছিলেন যোগী আদিত্যনাথ?
রবিবারই উত্তরপ্রদেশের ২১ তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন গোরক্ষপুরের বিজেপি সাংসদ যোগী আদিত্যনাথ। বিতর্কিত মন্তব্যের জন্য বরাবরই শিরোনামে থাকেন যোগী আদিত্যনাথ। তবে, রাজ্যের পূর্বপ্রান্ত যোগী আদিত্যনাথের বিপুল জনপ্রিয়তা রয়েছে। তাঁর ভাবমূর্তিকে অনেকেই কট্টর হিন্দুত্ববাদী বলে মনে করেন। তবে, এতে তাঁর জনপ্রিয়তায় কনও ভাটা পড়েনি। সেখানে তাঁকে ‘ফায়ারব্যান্ড’ নেতা হিসেবেই দেখা যায়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appগোরক্ষপুরের গোরক্ষনাথ মঠের মহন্ত হলেন আদিত্যনাথ। হিন্দু যুববাহিনী নামে তাঁর একটি সংগঠনও রয়েছে। পূর্ব উত্তরপ্রদেশে এই সংগঠনের প্রভাব যথেষ্টই শক্তিশালী। রাজ্যের পূর্বাঞ্চলে যোগী আদিত্যনাথের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে।
উত্তরাখণ্ডের রাজপুত পরিবারে জন্ম নেওয়া যোগী আদিত্যনাথের আসল নাম অজয় সিংহ। ৪৫ বছরের আদিত্যনাথের জন্ম ১৯৭২ সালের ৫ জুন হয়। গোরক্ষপুর থেকে টানা পাঁচবার বিজেপি সাংসদ নির্বাচিত হন তিনি। প্রথমবার তিনি লোকসভা নির্বাচন জেতেন ১৯৮৮ সালে। তখন তাঁর বয়স ছিল ২৬ বছর।
হিন্দুত্ববাদের প্রতীক হিসেবে ধরা হয় যোগী আদিত্যনাথকে। ২০০৭ সালে গোরক্ষপুরের সাম্প্রদায়িক সংঘর্ষে যোগী আদিত্যনাথের নাম উঠে আসে। ২০০৮ সালে আজমগড়ে তাঁর ওপর প্রাণঘাতী হামলা হয়েছিল।
যোগী আদিত্যনাথের ছোটবেলার ছবি।
ছোটবেলায় এমনই দেখতে ছিলেন উত্তরপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী
- - - - - - - - - Advertisement - - - - - - - - -