কিছু তথ্য: একটি ১০ টাকার কয়েন মিন্ট করার খরচাখরচ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 26 May 2016 10:30 AM (IST)
1
নোটে থাকে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরের সই। তবে অর্থ মন্ত্রক যে ১ টাকার নোট ইস্যু করেছে, তাতে তাদের মুখ্য সচিবের সই আছে।
2
পাচার হওয়া ৫ টাকার কয়েন দিয়ে ব্লেড তৈরি করে বাংলাদেশ।
3
4
স্বাধীনতার পর পাকিস্তান এ দেশের ব্যাঙ্ক নোট ব্যবহার করত পাকিস্তানি স্ট্যাম্প মেরে। তারপর তারা শুরু করে নিজেদের নোট ছাপানো।
5
একটি ব্যাঙ্ক নোটে ১৭টি ভাষা থাকে।
6
নিজের খরচ, বিনিয়োগের মত বিষয়ে হয়তো অনেক কিছু জানেন আপনি। কিন্তু আপনার মানিব্যাগের ব্যাঙ্ক নোট আর কয়েন সম্পর্কে ততটা কিছু জানেন কি? চলুন, দেখে নেওয়া যাক টাকা সম্পর্কে কিছু তথ্য যা আপনাকে অবাক করে দেবে। জানেন, যে নোটটাকে আপনি নষ্ট হয়ে যাওয়া ভাবছেন, তার যদি ৫১ শতাংশের বেশি ঠিক থাকে, তবে ব্যাঙ্ক থেকে ওই নোটের বদলে আপনি একটি নতুন নোট পেতে পারেন।
7
একটি ১০ টাকার কয়েন মিন্ট করার খরচ ৬ টাকা ১০ পয়সা।