দেখুন ফ্যানি খান-এর স্ক্রিনিংয়ে মাধুরী দীক্ষিতের সঙ্গে ঐশ্বর্যা রাই বচ্চনকে
সব ছবি: মানব মঙ্গলানি
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশানায়া সঞ্জয় কপূরের মেয়ে।
বনির মেয়ে খুশি কপূর খুড়তুতো বোন শানায়ার সঙ্গে।
অনিল মল্লিকা শেরাওয়াতের সঙ্গে।
অনিল-রবীনা ট্যান্ডন।
মাধুরী ও বনি কপূর।
অ্যাশের মা বৃন্দা রাই।
অভিষেক বচ্চন।
ঐশ্বর্যা-মাধুরীর সঙ্গে শাবানা আজমি।
মেয়ের সঙ্গে অ্যাশ পরিচয় করাচ্ছেন আগের প্রজন্মের স্বপ্নসুন্দরীকে।
মাধুরী ও ঐশ্বর্যা।
ছিলেন মাধুরী দীক্ষিত। ৮০-৯০-এর দশকে তাঁর ও অনিলের জুটি পর্দায় আগুন ধরিয়ে দিত।
আরাধ্যা, মায়ের নজর কাড়ায় চেষ্টায়।
সহ অভিনেতা অনিল কপূরের সঙ্গে ঐশ্বর্যা।
আগে ক্যামেরা দেখলে ভয় পেত আরাধ্যা। কিন্তু এখন মাত্র ৬ বছর বয়সেই দিব্যি হাসি মুখে পোজ দিতে শিখেছে সে।
ছিলেন বলিউডের সঙ্গে যুক্ত অনেকে।
ফ্যানি খান ছবির স্ক্রিনিংয়ে দেখা গেল ছবির দুই তারকা ঐশ্বর্যা রাই বচ্চন ও অনিল কপূরকে। অ্যাশের সঙ্গে ছিলেন স্বামী অভিষেক বচ্চন, মেয়ে আরাধ্যা ও মা বৃন্দা রাই।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -