জানতে চান, কেন ফেসবুক, টুইটারে নেই রণবীর কপূর?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 04 Feb 2017 06:20 PM (IST)
1
2
3
রণবীরের মন্তব্য, ছবি মুক্তি না থাকলে তিনি সংবাদমাধ্যমের নজরের আড়ালে থাকতে চান।
4
কেন সোশ্যাল মিডিয়ায় দেখা যায় না কপূর পুত্রকে? রণবীর জানিয়েছেন, ফেসবুক, টুইটারে সারাক্ষণ মুখ ডুবিয়ে থাকতে পারবেন না তিনি। আর তা না হলে সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট থাকার কোনও অর্থই নেই। জনপ্রিয়তা কমে যাবে, মানুষ আগ্রহ হারিয়ে ফেলবেন। তার থেকে অদৃশ্য থাকা ভাল।
5
বলিউডের প্রায় সব সেলেবই সোশ্যাল মিডিয়ায় নাম লিখিয়েছেন। নিজেদের যাবতীয় কাজকর্ম সম্পর্কে ফ্যানদের আপডেটেড রাখেন তাঁরা। ব্যতিক্রম রণবীর কপূর। তিনি অদৃশ্যই থাকতে চান। (সব ছবি- ইনস্টাগ্রাম)