সাউথ সিটি মলে আগুন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 04 Dec 2016 08:39 PM (IST)
1
মলের ফুডকোর্টের ফলস সিলিংয়ে আগুন লাগে। গোটা মল কালো ধোঁয়ায় ভরে যায়।
2
ছুটির সকালে সাউথ সিটি মলে আগুন আতঙ্ক। আগুন নিয়ন্ত্রণে আনে দমকলের ২১টি ইঞ্জিন।
3
সঙ্গে সঙ্গে ছড়িয়ে পড়ে আতঙ্ক। সেসময় অনেকেই মলের ভেতর সিনেমা দেখছিলেন। তাঁদের দ্রুত মল থেকে বের করে দেওয়া হয়। খালি করে দেওয়া হয় গোটা মল।
4
বন্ধ করে দেওয়া হয় সামনের রাস্তার যান চলাচল। বিদ্যুত্ সংযোগ বিচ্ছিন্ন করে শুরু হয় আগুন নেভানোর কাজ।