দেখুন: আদিরা চোপড়ার প্রথম ছবি; মেয়ের প্রথম জন্মদিনে তার উদ্দেশে চিঠি লিখলেন মা রানি মুখোপাধ্যায়
মিষ্টি আদিরাকে শুভ জন্মদিন!
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরানি ঘনিষ্ঠ পরিচালক কর্ণ জোহর বলেছেন, আদিরাকে নিয়ে রানি মুগ্ধ। তাঁর এই মুগ্ধতার জন্য তাঁকে মাদার ইন্ডিয়া বলে খ্যাপান তিনি। এ নিয়ে আদিত্য ও কর্ণ প্রায়ই হাসিঠাট্টা করেন নিজেদের মধ্যে।
বেফিকর-এর শ্যুটিং চলার সময় প্যারিস ঘুরে এসেছে আদিরা। মেয়েকে কোলে নিয়ে চলার সময় রানিকে ঘিরে ধরেন ফ্যানরা। তাতে তিনি দৃশ্যতই অসন্তুষ্ট হয়েছিলেন।
পড়ুন মেয়েকে লেখা মায়ের চিঠি।
এই আমাদের আদিরা। রাত ১২টায় ছবিটি টুইট করেছে যশরাজ ফিল্মস। মেয়ের জন্য একটি চিঠিও লিখেছেন মা।
অবশেষে আদিরার প্রথম জন্মদিনে মেয়ের প্রথম ছবি প্রকাশ করলেন বাবা মা। সঙ্গে মা রানির লেখা একটি চিঠি।
তবে কয়েকটি অচেনা শিশুর ছবি ইন্টারনেটে ছড়িয়ে যায় রানি-আদিত্যর মেয়ের পরিচয়ে। কিন্তু যশরাজ ফিল্মস পরিষ্কারভাবে অস্বীকার করে সব জল্পনা।
বাবা মা দুজনেই বিনোদন জগতের বড় নাম। কিন্তু গত ১ বছরে একবারও প্রকাশ্যে আসেনি আদিরা। ইন্টারনেট ঘেঁটেও পাওয়া যায় না তার কোনও ছবি। মুম্বই বিমানবন্দরে মায়ের কোলে আদিরার এই ছবিটি তোলেন ফটোগ্রাফাররা। যদিও রানি মুহূর্তে এড়িয়ে যান তাঁদের।
রানি মুখোপাধ্যায় ও আদিত্য চোপড়ার মেয়ে আদিরা আজ ১ বছরে পা দিল।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -