দেখুন, আইপিএল-এর ইতিহাসে সবচেয়ে বেশি দর পেয়েছেন এই ক্রিকেটাররা
১৯ ডিসেম্বর কলকাতায় আইপিএল ২০২০ মরসুমের নিলাম। তার আগে বিভিন্ন ক্রিকেটারকে দলে নেওয়ার বিষয়ে আলাপ-আলোচনা চালাচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলি। বেশ কয়েকজন ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস আবার গতবারের দলের বেশিরভাগ ক্রিকেটারকেই ধরে রেখেছে। নিলামের আগে দেখে নেওয়া যাক আইপিএল-এর ইতিহাসে সবচেয়ে বেশি দর পাওয়া ক্রিকেটারদের।
২০১৫ সালে ১৬ কোটি টাকা দিয়ে যুবরাজ সিংহকে দলে নিয়েছিল দিল্লি ডেয়ারডেভিলস। তবে ভাল পারফরম্যান্স দেখাতে পারেননি এই অলরাউন্ডার। তিনি ১৪ ম্যাচে মাত্র ২৪৮ রান করেন।
২০১৪ সালের আইপিএল-এর নিলামে যুবরাজকে ১৪ কোটি টাকা দিয়ে দলে নেয় আরসিবি।
২০১৪ সালে ১২.৫ কোটি টাকা দিয়ে দীনেশ কার্তিককে দলে নেয় দিল্লি ডেয়ারডেভিলস।
২০১৮ সালের আইপিএল-এ ১২.৫ কোটি টাকা দিয়ে স্টোকসকে দলে নেয় রাজস্থান রয়্যালস।
২০১৭ সালে ১৪.৫ কোটি টাকা দিয়ে বেন স্টোকসকে দলে নেয় রাইজিং পুণে সুপারজায়ান্টস। ইংল্যান্ডের এই অলরাউন্ডার ভাল পারফরম্যান্স দেখান।